গাজীপুর প্রতিনিধি
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে কারখানা শ্রমিকদের গত নভেম্বরের বেতন পরিশোধ করতে দেরি হওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গতকাল শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। বেতন পরিশোধের পর বৃহস্পতিবার নোটিশ দিয়ে পুনরায় কারখানাগুলো চালু করা হবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান ছুটি ঘোষণার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের নভেম্বর মাসের বকেয়া বেতন ১২ ডিসেম্বর দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন দেওয়া হলেও সাধারণ শ্রমিকদের বকেয়া বেতন দেওয়া হয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশ কিছু শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের নভেম্বর মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। এ কারণে শ্রমিকদের মধ্যে একধরনের অসন্তোষ সৃষ্টি হয়েছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, তারা হয়তো এ সপ্তাহের শেষ দিকে বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারবে। এ সময়ের মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য কারখানার শ্রমিকদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে।
মিজানুর রহমান আরও বলেন, কারখানার অভ্যন্তরে কয়েকটি সেকশনের কাজ চলছে। বাকিগুলোর কাজ বন্ধ রয়েছে। কারখানার পরিবেশ শান্তিপূর্ণ আছে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছেন। আশা করছি, তাঁরা বাকি সময়টুকু ধৈর্য ধরে মালিকপক্ষকে সহযোগিতা করবেন।’
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে কারখানা শ্রমিকদের গত নভেম্বরের বেতন পরিশোধ করতে দেরি হওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গতকাল শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। বেতন পরিশোধের পর বৃহস্পতিবার নোটিশ দিয়ে পুনরায় কারখানাগুলো চালু করা হবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান ছুটি ঘোষণার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের নভেম্বর মাসের বকেয়া বেতন ১২ ডিসেম্বর দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন দেওয়া হলেও সাধারণ শ্রমিকদের বকেয়া বেতন দেওয়া হয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশ কিছু শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের নভেম্বর মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। এ কারণে শ্রমিকদের মধ্যে একধরনের অসন্তোষ সৃষ্টি হয়েছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, তারা হয়তো এ সপ্তাহের শেষ দিকে বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারবে। এ সময়ের মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য কারখানার শ্রমিকদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে।
মিজানুর রহমান আরও বলেন, কারখানার অভ্যন্তরে কয়েকটি সেকশনের কাজ চলছে। বাকিগুলোর কাজ বন্ধ রয়েছে। কারখানার পরিবেশ শান্তিপূর্ণ আছে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছেন। আশা করছি, তাঁরা বাকি সময়টুকু ধৈর্য ধরে মালিকপক্ষকে সহযোগিতা করবেন।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
৭ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
৯ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের
১৫ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে অভিযানের সময় নৌবাহিনীর এক সদস্যের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. রফিক (২৭) ওই ইউনিয়নের কম্বনিয়া পাড়ার বাসিন্দা। তিনি শীর্ষ সন্ত্রাসী ও অপহরণ চক্রের হোত
১৬ মিনিট আগে