Ajker Patrika

বেতন দিতে না পারায় গাজীপুরে বেক্সিমকোর কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
Thumbnail image
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ছবি: সংগৃহীত

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে কারখানা শ্রমিকদের গত নভেম্বরের বেতন পরিশোধ করতে দেরি হওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গতকাল শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। বেতন পরিশোধের পর বৃহস্পতিবার নোটিশ দিয়ে পুনরায় কারখানাগুলো চালু করা হবে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান ছুটি ঘোষণার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের নভেম্বর মাসের বকেয়া বেতন ১২ ডিসেম্বর দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন দেওয়া হলেও সাধারণ শ্রমিকদের বকেয়া বেতন দেওয়া হয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশ কিছু শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের নভেম্বর মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। এ কারণে শ্রমিকদের মধ্যে একধরনের অসন্তোষ সৃষ্টি হয়েছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, তারা হয়তো এ সপ্তাহের শেষ দিকে বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারবে। এ সময়ের মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য কারখানার শ্রমিকদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে।

মিজানুর রহমান আরও বলেন, কারখানার অভ্যন্তরে কয়েকটি সেকশনের কাজ চলছে। বাকিগুলোর কাজ বন্ধ রয়েছে। কারখানার পরিবেশ শান্তিপূর্ণ আছে।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছেন। আশা করছি, তাঁরা বাকি সময়টুকু ধৈর্য ধরে মালিকপক্ষকে সহযোগিতা করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত