নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় ফরিদপুরের সালথায় ৬০০ জন শিক্ষক ও ১৫ জন সুপারভাইজারের বেতন ভাতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন প্রকল্পের শিক্ষক ও সুপারভাইজারেরা।
জানা গেছে, সালথা উপজেলায় নিরক্ষর বয়স্কদের লেখাপড়া শেখানোর জন্য একটি প্রকল্প চালু হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করেন দারিদ্র মোচন প্রচেষ্টা (ডিএমপি) নামক একটি এনজিও প্রতিষ্ঠান। ২০২১ সালের ৮ ডিসেম্বর শুরু হয়ে ২০২২ সালের মে মাস পর্যন্ত চলে এ প্রকল্প। প্রকল্পের গত ৩ মাসের বেতন ভাতা এখনো পর্যন্ত পায়নি শিক্ষক ও সুপারভাইজারেরা।
এ সময় বক্তারা বলেন, ‘আমাদের ৬ মাসের বেতন ভাতার মধ্যে মাত্র দুই মাসের বেতন ভাতা দেওয়া হয়েছে। বাকি চার মাসের বেতন ভাতা না দিয়ে ফরিদপুর জেলার প্রকল্প পরিচালক রোকউদ্দিন এখন নানা ধরনের টালবাহানা করছেন। আমরা সরকারের কাছে দাবি জানাই আমাদের বকেয়া টাকা যেন খুব দ্রুত পেতে পারি সেই ব্যবস্থা করার জন্য।’
অভিযোগের বিষয়ে এনজিওর প্রকল্প পরিচালক রোকনউদ্দিনের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইলে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ তাছলিমা আক্তার বলেন, ‘দারিদ্র মোচন প্রচেষ্টা নামক এনজিও এখানে কাজ করছে। এর প্রকল্প পরিচালক রোকনউদ্দিন সাহেব বিলের জন্য আমার স্বাক্ষর নিয়েছেন। বলেছেন মন্ত্রণালয় থেকে বিল পাস করে শিক্ষকদের বেতন পরিশোধ করবেন। সে বিল এনে আর আমার সঙ্গে দেখা করেননি। শিক্ষকদের বেতনও দেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওই এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মানববন্ধনে সুপার ভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন—গট্টি ইউনিয়নের সুপার ভাইজার আব্দুল্লাহ আকতার, ভাওয়াল ইউনিয়নের শিক্ষক মোস্তাফিজুর রহমান শাহীন, গট্টি ইউনিয়নের শিক্ষক আবু আলম, যদুনন্দী ইউনিয়নের শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।
মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় ফরিদপুরের সালথায় ৬০০ জন শিক্ষক ও ১৫ জন সুপারভাইজারের বেতন ভাতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন প্রকল্পের শিক্ষক ও সুপারভাইজারেরা।
জানা গেছে, সালথা উপজেলায় নিরক্ষর বয়স্কদের লেখাপড়া শেখানোর জন্য একটি প্রকল্প চালু হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করেন দারিদ্র মোচন প্রচেষ্টা (ডিএমপি) নামক একটি এনজিও প্রতিষ্ঠান। ২০২১ সালের ৮ ডিসেম্বর শুরু হয়ে ২০২২ সালের মে মাস পর্যন্ত চলে এ প্রকল্প। প্রকল্পের গত ৩ মাসের বেতন ভাতা এখনো পর্যন্ত পায়নি শিক্ষক ও সুপারভাইজারেরা।
এ সময় বক্তারা বলেন, ‘আমাদের ৬ মাসের বেতন ভাতার মধ্যে মাত্র দুই মাসের বেতন ভাতা দেওয়া হয়েছে। বাকি চার মাসের বেতন ভাতা না দিয়ে ফরিদপুর জেলার প্রকল্প পরিচালক রোকউদ্দিন এখন নানা ধরনের টালবাহানা করছেন। আমরা সরকারের কাছে দাবি জানাই আমাদের বকেয়া টাকা যেন খুব দ্রুত পেতে পারি সেই ব্যবস্থা করার জন্য।’
অভিযোগের বিষয়ে এনজিওর প্রকল্প পরিচালক রোকনউদ্দিনের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইলে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ তাছলিমা আক্তার বলেন, ‘দারিদ্র মোচন প্রচেষ্টা নামক এনজিও এখানে কাজ করছে। এর প্রকল্প পরিচালক রোকনউদ্দিন সাহেব বিলের জন্য আমার স্বাক্ষর নিয়েছেন। বলেছেন মন্ত্রণালয় থেকে বিল পাস করে শিক্ষকদের বেতন পরিশোধ করবেন। সে বিল এনে আর আমার সঙ্গে দেখা করেননি। শিক্ষকদের বেতনও দেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওই এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মানববন্ধনে সুপার ভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন—গট্টি ইউনিয়নের সুপার ভাইজার আব্দুল্লাহ আকতার, ভাওয়াল ইউনিয়নের শিক্ষক মোস্তাফিজুর রহমান শাহীন, গট্টি ইউনিয়নের শিক্ষক আবু আলম, যদুনন্দী ইউনিয়নের শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
১৪ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
১৭ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
৩০ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
১ ঘণ্টা আগে