Ajker Patrika

সুপারিশমালা বাতিল করে নতুন অন্তর্ভুক্তিমূলক নারী কমিশন গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত নারী প্রয়াসের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা।
জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত নারী প্রয়াসের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা।

নারী সংস্কার কমিশনের দেওয়া সুপারিশমালা বাতিল করে নতুন এবং অন্তর্ভুক্তিমূলক কমিশন গঠনের দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস। আজ বৃহস্পতিবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশমালা বাতিলসহ নতুন কমিশনের দাবিতে’ মানববন্ধন করেছে সংগঠনটি। মানববন্ধনে বক্তারা দাবি করেন, বর্তমান কমিটিতে দেশের, সমাজের তথা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে এমন সদস্যদের রাখা হয়নি।

মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি অধ্যাপক ড. শামীমা তাসনীম বলেন, ‘কমিশনের সুপারিশগুলো মানুষের ব্যক্তি, সমাজ এমনকি রাষ্ট্রীয় জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। আমার সঙ্গে আমার ভাইয়ের, স্বামীর সংঘাত তৈরি করলেন। অন্যদিকে সমাজে পতিতাবৃত্তি, সিংগেল মাদার—এগুলো বৈধ করে দিলেন। কাল যদি আমাদের ছাত্রীসমাজ টিউশনির পাশাপাশি পতিতাবৃত্তিকে পার্টটাইম পেশা হিসেবে নিতে চায়, আপনি কি জবাব দেবেন।’

সহসভাপতি ডা. শাহীন আরা আনওয়ারী বলেন, ‘পতিতাবৃত্তিকে বৈধ করে দিলে কি হবে তা দেখার জন্য আমরা আফ্রিকার দিকে তাকাতে পারি। সেখানে বহু গ্রামে এখন আর সুস্থ মানুষ নেই। এইচআইভিতে আক্রান্ত হয়ে গ্রাম উজাড় হয়ে গেছে। কেউ ইচ্ছা করে পতিতা হয় না। তাঁদের প্রশিক্ষিত করে গড়ে তুলুন।’

সম্মিলিত নারী প্রয়াসের সম্পাদক ড. ফেরদৌস আরা বকুল বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদ ও আহত, যাঁদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে এই কমিশন তাঁদের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করেনি। তাঁদের সুপারিশমালা বহু জায়গা সাংঘর্ষিক। তিনশ আসনে সরাসরি নির্বাচন, আবার আলাদা নারীদের তিনশ আসনে নির্বাচন। একজন নারী দুবার প্রতিযোগিতা করবেন। একবার পুরুষের সঙ্গে আবার অপর একজন নারীর সঙ্গে। সম-অধিকারের নামে ধর্ম আমাকে যেটুকু অধিকার দিয়েছে তাও কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু নারী তাঁর ন্যায্য অধিকার চায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত