Ajker Patrika

রোজিনাকে ঘষেটি বেগম বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২০ মে ২০২১, ২২: ৩৯
রোজিনাকে ঘষেটি বেগম বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

ঢাকা: প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানির বিরোধিতা করতে গিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী রোজিনাকে ঘষেটি বেগম বলেছেন। আজ বৃহস্পতিবার প্রায় দুই ঘণ্টা শুনানি হয় ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহর আদালতে।

আসামি পক্ষ থেকে আইনজীবীরা বলেন, বাংলাদেশের সংবিধানে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে সাংবাদিকদের কোনো বাধা নেই। রোজিনা সেই কাজটি করেন। নথি চুরি করা কোনো সাংবাদিকের কাজ নয়। নথি থেকে তথ্য নেওয়া তাদের কাজ। তা ছাড়া রোজিনা একজন মহিলা। আইনে মহিলা হিসেবে তিনি জামিন পেতে পারেন। ফৌজদারি কার্যবিধির ৪৯৭ (১) ধারায় ১৬ বছরের নিচের বয়স্ক বা কোনো মহিলা বা অসুস্থ ও বৃদ্ধ ব্যক্তিকে আদালত জামিন দিতে পারেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি হেমায়েত উদ্দিন বলেন, ঘষেটি বেগম একজন মহিলা। তিনি নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটিয়েছিলেন। রোজিনা ইসলামও সরকারি গোপন নথি নিয়ে পাচার করতে চেয়েছিলেন। তিনিও আরেক ঘষেটি বেগম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত