ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে গৃহবধূ ফাতেমাতুজ জোহরা (১৯) হত্যা মামলায় প্রধান আসামি তাঁর স্বামী মো. কাশেম শেখকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-৬। আজ শনিবার দুপুরে র্যাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মো. কাশেম শেখ ফকিরহাটের ধনপোতা গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী জোহরা রামপালের কামদি এলাকার আব্দুল কুদ্দুস হাওলাদারের মেয়ে। তাঁরা ফকিরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় আব্দুল জব্বারের ভাড়া বাড়িতে বাস করতেন।
চলতি বছরের ১৬ মার্চ বিকেলে কাশেম শেখ তাঁর ভাড়া বাসায় স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতনের মাধ্যমে হত্যা করেন। এরপর ফোন করে শ্বশুরকে লাশ নিয়ে যেতে বলেন। শ্বশুর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কাশেম পালিয়ে যান।
এ ঘটনায় ফকিরহাট মডেল থাকায় মামলা হলে র্যাব ও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রাখে। এ ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রূপসার খাঁন জাহান আলী ব্রিজ এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি কাশেম শেখকে গ্রেপ্তার করে। গতকাল রাতেই তাঁকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আলীম শেখ জানান, রাতে র্যাব-৬ কর্তৃক হস্তান্তরের পর আজ শনিবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ‘যৌতুকের জন্য মারপিট করে হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি কাশেম শেখকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করলে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।’
বাগেরহাটের ফকিরহাটে গৃহবধূ ফাতেমাতুজ জোহরা (১৯) হত্যা মামলায় প্রধান আসামি তাঁর স্বামী মো. কাশেম শেখকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-৬। আজ শনিবার দুপুরে র্যাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মো. কাশেম শেখ ফকিরহাটের ধনপোতা গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী জোহরা রামপালের কামদি এলাকার আব্দুল কুদ্দুস হাওলাদারের মেয়ে। তাঁরা ফকিরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় আব্দুল জব্বারের ভাড়া বাড়িতে বাস করতেন।
চলতি বছরের ১৬ মার্চ বিকেলে কাশেম শেখ তাঁর ভাড়া বাসায় স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতনের মাধ্যমে হত্যা করেন। এরপর ফোন করে শ্বশুরকে লাশ নিয়ে যেতে বলেন। শ্বশুর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কাশেম পালিয়ে যান।
এ ঘটনায় ফকিরহাট মডেল থাকায় মামলা হলে র্যাব ও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রাখে। এ ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রূপসার খাঁন জাহান আলী ব্রিজ এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি কাশেম শেখকে গ্রেপ্তার করে। গতকাল রাতেই তাঁকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আলীম শেখ জানান, রাতে র্যাব-৬ কর্তৃক হস্তান্তরের পর আজ শনিবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ‘যৌতুকের জন্য মারপিট করে হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি কাশেম শেখকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করলে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।’
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৫ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে