নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দলিত সম্প্রদায়ের অবস্থা পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, যদিও বর্তমান সরকার সবকিছু রাতারাতি পরিবর্তন করতে পারবে না, তবুও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অনেক কাজ করার সুযোগ তাদের রয়েছে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে হরিজন অধিকার আদায় সংগঠন আয়োজিত ‘সংস্কার ও রাষ্ট্র ভাবনায় হরিজন-দলিত জনগোষ্ঠী’ শীর্ষক সেমিনারে আনু মুহাম্মদ এসব কথা বলেন।
আনু মুহাম্মদ বলেন, দলিত সম্প্রদায়ের আবাসন, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক বিষয়গুলোতে বিদ্যমান বৈষম্য দূর করা সম্ভব। যদি সরকার এই ক্ষেত্রগুলোতে কাজ করে, তবে বৈষম্য নিরসনে তাদের সদিচ্ছা প্রমাণিত হবে। একটি রাষ্ট্রের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসা সরকারের নৈতিক দায়িত্ব।
অতীতের সরকারগুলো দলিতদের জন্য পর্যাপ্ত কাজ করেনি উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, কিছু বেসরকারি সংস্থা প্রকল্পের ভিত্তিতে কাজ করলেও তা যথেষ্ট নয়। তিনি মনে করেন, সকল নিপীড়িত মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া অবস্থার পরিবর্তন সম্ভব নয়। অধিকার আদায়ের জন্য সবার একযোগে কাজ করা জরুরি।
আইনজীবী সারা হোসেন কোটা সংস্কার আন্দোলনকে ‘বৈষম্যবিরোধী আন্দোলন’ হিসেবে অভিহিত করে বলেন, এটি কোটা বাতিলের আন্দোলন ছিল না। তিনি বলেন, কোটা থাকা উচিত এবং এর পেছনে যৌক্তিক কারণ রয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমতা অর্জনের জন্য আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত। তাই দলিত ও হরিজনদের জন্য অবশ্যই কোটা থাকা প্রয়োজন।
লেখক ও গবেষক আলতাফ পারভেজ আদমশুমারিতে দলিতদের পরিচয় অন্তর্ভুক্ত করার দাবি জানান। তিনি বলেন, দলিতদের উন্নয়নে কোনো কর্মসূচি নিতে হলে তারা কোথায় আছে, তা জানা প্রয়োজন। তাই আগামী আদমশুমারিতে তাদের স্বতন্ত্র পরিচয় অন্তর্ভুক্ত করা উচিত। তিনি আরও বলেন, রাজনীতি এখন কৌশলনির্ভর হয়ে গেছে এবং গত ১৫ বছরে বিচ্ছিন্ন আন্দোলনের চেয়ে ঐক্যবদ্ধ আন্দোলনই বেশি কার্যকর প্রমাণিত হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, গণ–অভ্যুত্থানে মানুষ পরিচয় দিয়ে ঐক্যবদ্ধ হলেও এখন বিভক্তি বাড়ছে। এই বিভক্তি কাজে লাগিয়ে কেউ কেউ আধিপত্য তৈরি করতে চাইছে। তিনি মনে করেন, সুস্থ রাজনৈতিক আবেদন যখন কাজ করে না, তখন সংখ্যাগরিষ্ঠের পরিচয়ের ওপর নির্ভর করতে হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে না।
সেমিনারে হরিজন অধিকার আদায় সংগঠনের পক্ষ থেকে আট দফা দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: বৈষম্যকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করে কমিশন গঠন ও ট্রাইব্যুনাল স্থাপন, দলিতদের জন্য বিনা মূল্যে শিক্ষা ও চিকিৎসা, শিক্ষা ও সরকারি চাকরিতে কোটা নিশ্চিত করা, পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণ, আবাসনব্যবস্থা, সাংবিধানিক স্বীকৃতি, মুক্তিযুদ্ধে শহীদ দলিতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জাতীয় সংসদে সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
সেমিনারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিজয় কৃষ্ণ দেবনাথও উপস্থিত ছিলেন।
দলিত সম্প্রদায়ের অবস্থা পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, যদিও বর্তমান সরকার সবকিছু রাতারাতি পরিবর্তন করতে পারবে না, তবুও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অনেক কাজ করার সুযোগ তাদের রয়েছে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে হরিজন অধিকার আদায় সংগঠন আয়োজিত ‘সংস্কার ও রাষ্ট্র ভাবনায় হরিজন-দলিত জনগোষ্ঠী’ শীর্ষক সেমিনারে আনু মুহাম্মদ এসব কথা বলেন।
আনু মুহাম্মদ বলেন, দলিত সম্প্রদায়ের আবাসন, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক বিষয়গুলোতে বিদ্যমান বৈষম্য দূর করা সম্ভব। যদি সরকার এই ক্ষেত্রগুলোতে কাজ করে, তবে বৈষম্য নিরসনে তাদের সদিচ্ছা প্রমাণিত হবে। একটি রাষ্ট্রের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসা সরকারের নৈতিক দায়িত্ব।
অতীতের সরকারগুলো দলিতদের জন্য পর্যাপ্ত কাজ করেনি উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, কিছু বেসরকারি সংস্থা প্রকল্পের ভিত্তিতে কাজ করলেও তা যথেষ্ট নয়। তিনি মনে করেন, সকল নিপীড়িত মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া অবস্থার পরিবর্তন সম্ভব নয়। অধিকার আদায়ের জন্য সবার একযোগে কাজ করা জরুরি।
আইনজীবী সারা হোসেন কোটা সংস্কার আন্দোলনকে ‘বৈষম্যবিরোধী আন্দোলন’ হিসেবে অভিহিত করে বলেন, এটি কোটা বাতিলের আন্দোলন ছিল না। তিনি বলেন, কোটা থাকা উচিত এবং এর পেছনে যৌক্তিক কারণ রয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমতা অর্জনের জন্য আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত। তাই দলিত ও হরিজনদের জন্য অবশ্যই কোটা থাকা প্রয়োজন।
লেখক ও গবেষক আলতাফ পারভেজ আদমশুমারিতে দলিতদের পরিচয় অন্তর্ভুক্ত করার দাবি জানান। তিনি বলেন, দলিতদের উন্নয়নে কোনো কর্মসূচি নিতে হলে তারা কোথায় আছে, তা জানা প্রয়োজন। তাই আগামী আদমশুমারিতে তাদের স্বতন্ত্র পরিচয় অন্তর্ভুক্ত করা উচিত। তিনি আরও বলেন, রাজনীতি এখন কৌশলনির্ভর হয়ে গেছে এবং গত ১৫ বছরে বিচ্ছিন্ন আন্দোলনের চেয়ে ঐক্যবদ্ধ আন্দোলনই বেশি কার্যকর প্রমাণিত হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, গণ–অভ্যুত্থানে মানুষ পরিচয় দিয়ে ঐক্যবদ্ধ হলেও এখন বিভক্তি বাড়ছে। এই বিভক্তি কাজে লাগিয়ে কেউ কেউ আধিপত্য তৈরি করতে চাইছে। তিনি মনে করেন, সুস্থ রাজনৈতিক আবেদন যখন কাজ করে না, তখন সংখ্যাগরিষ্ঠের পরিচয়ের ওপর নির্ভর করতে হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে না।
সেমিনারে হরিজন অধিকার আদায় সংগঠনের পক্ষ থেকে আট দফা দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: বৈষম্যকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করে কমিশন গঠন ও ট্রাইব্যুনাল স্থাপন, দলিতদের জন্য বিনা মূল্যে শিক্ষা ও চিকিৎসা, শিক্ষা ও সরকারি চাকরিতে কোটা নিশ্চিত করা, পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণ, আবাসনব্যবস্থা, সাংবিধানিক স্বীকৃতি, মুক্তিযুদ্ধে শহীদ দলিতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জাতীয় সংসদে সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
সেমিনারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিজয় কৃষ্ণ দেবনাথও উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ শহরের হরিকিশোর রায়ের ২০০ বছরের পুরোনো স্মৃতিবিজড়িত একটি বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। তাঁর নামানুসারেই রাস্তার নামকরণ করা হয়েছিল হরিকিশোর রায় রোড। বাড়িটি ভেঙে নতুন ভবন করার উদ্যোগ নেয় শিশু একাডেমি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তারা।
৩০ মিনিট আগেসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি কেন ক্রোক করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। ঋণখেলাপির দায়ে ব্যাংক এশিয়ার করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন আজ মঙ্গলবার এই আদেশ দেন।
২ ঘণ্টা আগেপুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) বিবস্ত্র করে এলোপাতাড়ি পেটানোর পর মৃত্যু নিশ্চিত করতে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা হয়। তাঁর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত নৃশংস নির্যাতন চালাতে থাকেন মাহমুদুল হাসান মহিন, সহযোগী মোহাম্মদ নান্নু কাজীসহ (৩৩) আসামিরা। নান্নু কাজীকে
২ ঘণ্টা আগেরাজশাহীর তানোর থানার সামনে থেকে এক যুবককে ধরে প্রেসক্লাবে নিয়ে তল্লাশি করেছেন একদল সাংবাদিক ও স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে মাদকদ্রব্য রাখার অভিযোগ তুলে তাঁকে পুলিশে দেওয়ার ভয় দেখানো হয়। পুলিশে না দেওয়ার জন্য দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। দিতে রাজি না হলে ওই যুবককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ওই যুবক
২ ঘণ্টা আগে