Ajker Patrika

বেতন-বোনাসের দাবিতে শ্রম ভবনের সামনে শ্রমিকদের অবস্থান ৮ এপ্রিল পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০০: ১৫
গত সাত দিন ধরে শ্রম ভবনের সামনে বকেয়া বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ শ্রমিকদের। ছবি: আজকের পত্রিকা
গত সাত দিন ধরে শ্রম ভবনের সামনে বকেয়া বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ শ্রমিকদের। ছবি: আজকের পত্রিকা

আগামী ৮ এপ্রিল পর্যন্ত অবস্থান কর্মসূচি বিরতি ঘোষণা দিয়েছেন শ্রম ভবনের সামনে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা। শনিবার রাতে এ ঘোষণা দেন শ্রমিক নেতারা। এ দিন বিকেলে শ্রম মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকের পর ইফতারের পর আলোচনায় বসেন শ্রমিক নেতারা।

পরে রাতে শ্রমিক নেতা শাহীন আলম বলেন, ‘সম্মিলিতভাবে চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো—শ্রম সচিবের প্রস্তাবিত তিন কোটি টাকা (প্রতি জনে ৯৪৭৫ টাকা) শ্রমিকদের বিকাশে বা নগদে না আসা পর্যন্ত শ্রম ভবনে অবস্থান; ৮ এপ্রিল পর্যন্ত অব্ধি শ্রম ভবনের সামনে অবস্থান বিরতি; আগামী ৭ এপ্রিলে গাজীপুর টিএনজেড কারখানার সামনে সমাবেশ এবং ৮ এপ্রিলে সচিবের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিনিধিদের সঙ্গে পুনরায় বৈঠক এবং শ্রম ভবনের সামনে ফের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।’

শাহীন আলম বলেন, ‘যে টাকাটা দিচ্ছে তাতে হয়তো আমরা ৯ বা ১০ হাজার টাকা পাইতে পারি। আমরা দীর্ঘ সাত দিন যাবৎ অবস্থান করছি। এখানে অনেকেই ঈদে বাড়ি যাইতে চায়, পরিবারের সঙ্গে ঈদ করতে চায়। তাই আমরা আগামী ৮ তারিখ পর্যন্ত অবস্থান বিরতি রাখার সিদ্ধান্ত নিচ্ছি।’

এর আগে বিকেলে টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন-বোনাসের জন্য আপাতত ২ কোটি টাকার ব্যবস্থা করা হবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তবে শ্রম সচিবের প্রস্তাব প্রত্যাখ্যান করেন শ্রমিক নেতৃবৃন্দ।

পরে ৩ কোটি টাকা দেওয়া প্রস্তাব করেন শ্রম সচিব। একই সঙ্গে আগামী ৮ এপ্রিল পুনরায় বৈঠকের কথা জানান। এ ছাড়াও বেতন সম্পূর্ণ পরিশোধ না করা পর্যন্ত মালিকপক্ষের তিন কর্মকর্তাকে পুলিশ হেফাজতে রাখার কথাও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বকেয়া বেতন-বোনাসের দাবিতে গত ২৩ মার্চ থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন টিএনজেড গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত