Ajker Patrika

ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার আহ্বান

ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থা প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। আজ বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি-টিসিসি) ১৪তম সভায় সভাপতির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকেরা যাতে ভালোভাবে ঈদ–উল ফিতর উদ্‌যাপন করতে পারেন সে জন্য মালিকেরা ঈদের আগেই বোনাস দেবেন। নিয়ম অনুযায়ী এপ্রিল মাসের সাত কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ করবেন। দু–একটি কারখানার মার্চ মাসের বেতন বকেয়া থাকলে সেটা অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করবেন।

ঈদের ছুটির বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে কারখানা ভেদে শ্রমিক-মালিক আলোচনা করে ঈদের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

আজ দুপুর ১টা ৪৫ মিনিটে আরএমজি-টিসিসির বৈঠক হওয়ার কথা। কিন্তু বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী উপস্থিত হন বিকেল ৩টা ১৪ মিনিটে। এর আগে শ্রম সচিব মো. এহসানে এলাহী বৈঠকে উপস্থিতিদের পরিচয় নেন। সচিব কোন কোন মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছেন জানতে চান। পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি বৈঠক উপস্থিত রয়েছেন কিনা? তা জানতে চান। তখন তাঁর অধীনস্থদের নির্দেশ দেন যাতে বৈঠকে তাঁরা উপস্থিত থাকেন। তাঁদেরকে বৈঠকের আগে ফোন করার নির্দেশ দেন শ্রম সচিব। বৈঠকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, বাণিজ্য, বস্ত্র ও পাট, যুব ও ক্রীড়া, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ, নৌ-পরিবহন, ডাক ও টেলিযোগাযোগ, বন ও পরিবেশ, সমাজকল্যাণ, শিল্প, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মর্যাদার প্রতিনিধিদের উপস্থিত থাকার নির্দেশনা দেন। তবে আজকের বৈঠকে অধিকাংশই অনুপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বৈঠকে আসার আগে গার্মেন্টস মালিক পক্ষের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা জানান, কারখানা পরিচালনার জন্য তাঁরা সঠিকভাবে জ্বালানি সরবরাহ পাচ্ছেন না। জ্বালানির দাম বাড়ায় তাঁদের উৎপাদন খরচ অনেক বেড়েছে। এ সময় করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সমস্যার কথা তুলে ধরেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত