Ajker Patrika

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ৯ দফা দাবি মাদ্রাসাশিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৪: ০৪
শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ৯ দফা দাবি মাদ্রাসাশিক্ষকদের

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৯ দফা দাবি জানিয়েছে স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবিগুলো তুলে ধরে সংগঠনটি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবিগুলো তুলে ধরেন স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩০ মার্চ ঢাকায় স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। 

সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলো হলো—মুজিববর্ষেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিতে হবে, আসন্ন ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান করতে হবে এবং বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা সরকারি শিক্ষক-কর্মচারীদের সমপরিমাণ করতে হবে, প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ি মাদ্রাসার ছাত্রছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদান করতে হবে, ডেটা এন্ট্রিকৃত ৭৪৫৩টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এবং স্বীকৃতিপ্রাপ্ত দাখিল আলিম ফাজিল পর্যায়ের মাদ্রাসাসমূহকে এমপিওভুক্ত করতে হবে, ইবতেদায়ি সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৬-এর পরিবর্তে ১৩ গ্রেড প্রদান করতে হবে, জনবলকাঠামো ২০১৮ মোতাবেক মাদ্রাসা শিক্ষকদের ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল বাস্তবায়ন করতে হবে, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় থেকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের প্রত্যাহার করে স্বাধীনতার পক্ষের শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হবে, ১২ বছর ও ১৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রভাষকদের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পদে আবেদনের সুযোগ প্রদান করতে হবে, অবিলম্বে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ বাস্তবায়ন করতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত