Ajker Patrika

রাজধানীর কুড়িলে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

ঢামেক প্রতিবেদক, ঢাকা  
রাজধানীর কুড়িলে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রাকচাপায় রায়হান সরকার (২৮) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। রায়হান খিলক্ষেত থানায় পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খিলক্ষেত থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

পুলিশ সদস্য রায়হানের বড় ভাই মো. কাওসার আলী বলেন, তাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সরাইল গ্রামে। স্ত্রী বিথী আক্তারকে নিয়ে খিলক্ষেত কুড়াতলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন রায়হান। তিনি খিলক্ষেত থানায় কর্মরত ছিলেন। তার বাবা আবদুস সোবাহানও পুলিশ সদস্য ছিলেন। রায়হান ২০১৬ সালে পুলিশে যোগ দিয়েছিলেন। গতরাতে কুড়াতলি এলাকায় রায়হানের রাত্রীকালীন ডিউটি ছিল।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, রায়হান খিলক্ষেত থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। কুড়িল বিশ্বরোডের কুড়াতলী এলাকায় রাত্রীকালীন ডিউটিতে ছিলেন। গতকাল রাত ১২টার দিকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পরে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাক রেখে চালক পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত