Ajker Patrika

বইমেলায় ফের মুশতাক-তিশা দম্পতিকে দুয়োধ্বনি, এবার ডিবিতে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ১৯
Thumbnail image

আজ সোমবার বইমেলায় গিয়ে ফের দুয়োধ্বনি শুনতে হয়েছে মুশতাক-তিশা দম্পতিকে। পরে তাঁরা বইমেলা ত্যাগ করতে বাধ্য হন। এর আগেও গত শনিবার এমন পরিস্থিতিতে পড়েছিলেন এই দম্পতি। পরে তাঁরা গতকাল রোববার বইমেলায় নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় করেন জিডি। জিডির পরেও একই পরিস্থিতির মুখোমুখি হওয়ায় এবার এই দম্পতি অভিযোগ নিয়ে গেছেন ডিবিতে।

আজ সন্ধ্যায় আলোচিত দম্পতি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য খন্দকার মুশতাক আহমেদ ও একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশা নিজেদের নিরাপত্তা চেয়ে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এসে অভিযোগ করেছেন।

ডিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি ডিবিতে এসেছিলেন। মুশতাক-তিশা দম্পতি ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের নিরাপত্তার জন্য আবেদনের ব্যাপারে কথা বলেছেন।

উল্লেখ্য, এবারের বইমেলায় আলোচিত মুশতাক-তিশা দম্পতির দুটি বই এসেছে। একটি ‘তিশা অ্যান্ড মুশতাক’ আরেকটি ‘তিশার ভালোবাসা’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত