Ajker Patrika

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বিরুদ্ধে দুটি হত্যাচেষ্টার মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ২২: ৪৭
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বিরুদ্ধে দুটি হত্যাচেষ্টার মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জে দুই কিশোর গুলিবিদ্ধের ঘটনায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে প্রধান আসামি করে পৃথক হত্যাচেষ্টার মামলা হয়েছে। মামলায় মোট ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ শ জনকে আসামি করা হয়েছে।

আজ বুধবার ভিকটিম রাকিবের বাবা ২৯ জন এবং মিরাজের মা ৩৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলাটি দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ডাচ্ বাংলা ব্যাংকের সামনে এবং চিটাগাং রোড অংশে ভিকটিম মো. রাকিব এবং মো. মিরাজ আন্দোলনে যোগ দেয়।

তখন আন্দোলন দমাতে প্রধান আসামি শামীম ওসমানের নির্দেশে আসামি ও অজ্ঞাতরা ছাত্র-জনতার ওপর গুলি করলে দুই ভিকটিম গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে ভিকটিম রাকিবের পা কেটে ফেলতে হয় ও আরেক ভিকটিম মিরাজের পেট থেকে গুলি বের করতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত