নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ডেমরায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়ায় ঘুমিয়ে থাকা হেলপার মো. নাইমের মৃত্যুর ঘটনার দায় স্বীকার করেছেন বিএনপিকর্মী মাহাবুবুর রহমান সোহাগ।
আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি।
অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. নুরুল ইসলাম মনির ওরফে মনির মুন্সি (৩৭), নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব মো. সাহেদ আহমেদকে (৩৮) এই মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন সোহাগ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অন্যদিকে মনির ও সাহেদকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে একই আদালত দুই দিনের রিমান মঞ্জুর করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ডাক দেয় বিএনপি ও সমমনা দলগুলো। গত বছর ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি মহাসমাবেশ করে।
প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, অসংখ্য গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর দিবাগত রাত অর্থাৎ ২৯ অক্টোবর ভোরে ডেমরা থানার দেইল্লা বাসস্ট্যান্ডে রাখা অছিম পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এতে ওই বাসে ঘুমিয়ে থাকা হেলপার মো. নাইম (২২) ঘটনাস্থলেই পুড়ে মারা যান এবং অপর হেলপার মো. রবিউল (২৫) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন।
এ ঘটনায় ২৯ অক্টোবর ডেমরা থানায় একটি মামলা (নম্বর ৩৮) দায়ের করা হয়।
পুলিশ রিমান্ড আবেদনে এবং এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদনে উল্লেখ করেন, আসামি সোহাগ এ ঘটনায় জড়িত ছিলেন বলে নিজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান। যুবদল ও ছাত্রদলের দুই নেতা এই ঘটনার মূল ইন্ধনদাতা। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য তাঁদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
রাজধানীর ডেমরায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়ায় ঘুমিয়ে থাকা হেলপার মো. নাইমের মৃত্যুর ঘটনার দায় স্বীকার করেছেন বিএনপিকর্মী মাহাবুবুর রহমান সোহাগ।
আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি।
অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. নুরুল ইসলাম মনির ওরফে মনির মুন্সি (৩৭), নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব মো. সাহেদ আহমেদকে (৩৮) এই মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন সোহাগ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অন্যদিকে মনির ও সাহেদকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে একই আদালত দুই দিনের রিমান মঞ্জুর করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ডাক দেয় বিএনপি ও সমমনা দলগুলো। গত বছর ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি মহাসমাবেশ করে।
প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, অসংখ্য গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর দিবাগত রাত অর্থাৎ ২৯ অক্টোবর ভোরে ডেমরা থানার দেইল্লা বাসস্ট্যান্ডে রাখা অছিম পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এতে ওই বাসে ঘুমিয়ে থাকা হেলপার মো. নাইম (২২) ঘটনাস্থলেই পুড়ে মারা যান এবং অপর হেলপার মো. রবিউল (২৫) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন।
এ ঘটনায় ২৯ অক্টোবর ডেমরা থানায় একটি মামলা (নম্বর ৩৮) দায়ের করা হয়।
পুলিশ রিমান্ড আবেদনে এবং এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদনে উল্লেখ করেন, আসামি সোহাগ এ ঘটনায় জড়িত ছিলেন বলে নিজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান। যুবদল ও ছাত্রদলের দুই নেতা এই ঘটনার মূল ইন্ধনদাতা। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য তাঁদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৮ মিনিট আগেআড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে
২৩ মিনিট আগেঅবৈধ দখলে অস্তিত্বের সংকটে পড়েছে গাজীপুরের ‘ফুসফুস’ খ্যাত বেলাই বিল। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিল ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী ‘নর্থ সাউথ’ ও ‘তেপান্তর’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাতের আঁধারে শুরু হওয়া এই দখলের কাজ এখন দিনের আলোতেও চলছে। স্থানীয় প্রশাসন এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
২৯ মিনিট আগেরোববার (২০ জুলাই) ভোরে জহুরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর কাছে ৫ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে যায়। সে সময় বিএসএফ চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে ৪ জন পালিয়ে আসে। মোহম্মদ লালচান (২৫) বিএসএফের হাতে আটক হন। পরে চোরকারবারিরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত এনে বিজিবির চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদী
২ ঘণ্টা আগে