Ajker Patrika

কিশোরগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের নিকলী উপজেলার বাসিন্দা মো. শফিকুল ইসলাম বাবুল (৪৫) মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর আঠারোবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় পোলট্রি ব্যবসায়ী ছিলেন। 

পারিবার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম বাবুল বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। পাঁচদিন আগে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

সেখানেই পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ডেঙ্গু জ্বর ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তিনি মারা গেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত