Ajker Patrika

ঈদের দ্বিতীয় দিনেও ট্রেনযাত্রায় ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১২: ৩০
ঈদের দ্বিতীয় দিনেও ট্রেনযাত্রায় ভিড়

ঈদের ছুটি আজই শেষ। তবে এখনো ঢাকার বাইরে যাচ্ছে মানুষ। ঈদের পরে ছুটি জোগাড় করে অথবা টিকিট না পেয়ে এসব যাত্রীর ঈদ কাটাতে হয়েছে রাজধানীতে। আজ রোববার কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায় কমিউটার ট্রেনের দীর্ঘ লাইন। একই সঙ্গে লাইন আছে আন্তনগর ট্রেনেও। তবে প্ল্যাটফর্মে নির্দিষ্ট রুটের ট্রেন ছাড়া কোনো ভিড় নেই।

এর আগে ১৭ এপ্রিল থেকে শুরু হয় ট্রেনের অগ্রিম টিকিটের ঈদযাত্রা। শেষ হয় ২১ এপ্রিল। ঈদের পর ২৫ এপ্রিল থেকে ফিরতি টিকিটের যাত্রীরা ঢাকায় ফিরবে।

এর মধ্যে চলাচল করছে কমিউটার বা বেসরকারি ট্রেন। ঢাকার আশপাশের জেলাগুলোতে এই ট্রেনের যাত্রী বেশি।

রোববার বেলা সাড়ে ১১টায় কমলাপুর ছেড়ে গেছে অগ্নিবীণা এক্সপ্রেস। এর আগে সিলেটের উদ্দেশে জয়ন্তিকা ছেড়েছে ১১টা ১৫ মিনিটে। দুপুর ১২টা ২০ মিনিটে ছাড়বে রাজশাহী কমিউটার, বেলা ৩টা ২০ মিনিটে নোয়াখালীতে যাবে উপকূল এক্সপ্রেস, ৩টা ৪০ মিনিটে জামালপুর কমিউটার এবং ৪টা ৪৫ মিনিটে যমুনা এক্সপ্রেস।

টিকিট চেকিংয়ের ক্ষেত্রে বাঁশের গেটে চেক না হলেও স্টেশনে ঢুকতে লোহার গেট পার হতে হচ্ছে চেকিংয়ের মাধ্যমে সাধারণত ঈদের আগেই ঈদ উদ্‌যাপন করতে রাজধানী ছাড়ে বেশির ভাগ মানুষ। তবে ব্যবসায়ী ও শ্রমজীবীদের কাজ করতে হয় ঈদের আগের দিন পর্যন্ত। কমলাপুরে এই শ্রেণির মানুষের ভিড় এখন বেশি। এ ছাড়া অনেকে ট্রেনের অগ্রিম টিকিট না পাওয়ায় ঈদের আগে বাড়ি যেতে পারেননি।

অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী সুমন বলেন, ‘ঈদের আগে ছুটি পাইনি। তাই আজ যাচ্ছি ময়মনসিংহে বোনের বাসায়।’ একই ট্রেনে মা ও ছোট বোন নিয়ে ময়মনসিংহ যাচ্ছেন আবদুল্লাহ। বলেন, ‘ঈদে টিকিট পাইনি। ঈদের পর এখন একটু ফাঁকা থাকে।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ‘ঈদের আগের রাত পর্যন্ত বেচাকেনা করছি। এখন বাড়ি যাই। গতকাল তো যেতে পারেনি। সাধারণত ঈদের পরে ভিড় কম থাকে আর শান্তিতে যাওয়া যায়।’

ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর রেলস্টেশনে ভিড়কমলাপুরে ঈদের আগের মতোই আছে কড়াকড়ি। টিকিট চেকিংয়ের ক্ষেত্রে বাঁশের গেটে চেক না হলেও স্টেশনে ঢুকতে লোহার গেট পার হতে হচ্ছে চেকিংয়ের মাধ্যমে। রেল পুলিশ ও টিটিই এ ক্ষেত্রে যাত্রীদের চেকিং করছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঈদের পরদিন ট্রেনের শিডিউল থাকে কম। বেশির ভাগ কমিউটার ট্রেন চলাচল করে। ২৫ তারিখ থেকে স্বাভাবিক হবে ট্রেনের শিডিউল। এদিন থেকে ফিরতি টিকিটের যাত্রীরা ঢাকা ফিরতে শুরু করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত