মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট করতে আসায় দুই রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী হুমাইরা নামে এক নারী সিঙ্গাইর উপজেলায় তাসনিমা বেগমের পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট করতে চেয়েছিলেন। এ সময় তার সঙ্গে আবু তাহের নামে এক রোহিঙ্গা যুবকও ছিলেন।
আজ রোববার দুপুরে মানিকগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাহিদ নেওয়াজ।
জানা যায়, দালালদের মাধ্যমে ১ লাখ টাকার চুক্তিতে ৬০ হাজার টাকা অগ্রিম দিয়ে তাঁরা পাসপোর্ট করতে এসেছিলেন রোহিঙ্গা নাগরিকেরা। আবু তাহের ২০০৮ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে চকরিয়া এলাকায় রোহিঙ্গা হিসেবে স্থায়ী বসবাস করছেন। সেখানে তিনি স্থানীয় একটি হোটেলের কর্মচারী হিসেবে কাজ করছেন।
মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাহিদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর চান্দহর গ্রামের খলিলুর রহমানের মেয়ে তাসনিমা বেগমের পরিচয়পত্র এবং স্থানীয় চেয়ারম্যান মো. শওকত হোসেন বাদলের প্রত্যয়নপত্র নিয়ে পাসপোর্ট করতে আসেন হুমাইরা। তখন যাচাই বাছাই ও ফিঙ্গার প্রিন্ট নেওয়ার সময় রোহিঙ্গা ডেটাবেজের সঙ্গে মিলে যায়। পরে তাঁকে আটক করে পুলিশে দেওয়া হয়।’
নাহিদ নেওয়াজ বলেন, ‘হুমাইরা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। তাঁর রোহিঙ্গা আইডি ১৫৫২০১৭১২২৪১১৫৪৫৯। তিনি তার মা ও চার বোনসহ ২০১৭ সালে রোহিঙ্গা হিসেবে বাংলাদেশে আসেন।’
এদিকে স্বাক্ষর জাল করে একটি চক্র প্রত্যয়নপত্র তাঁদের দিয়েছে বলে দাবি করেন চান্দহর ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত হোসেন বাদল। তিনি বলেন, ‘আমার স্বাক্ষর জাল করে একটি চক্র এই অপকর্মটি করেছেন। এ ব্যাপারে সিংগাইর থানায় জিডি করা হবে। আমার স্বাক্ষরযুক্ত যে প্রত্যয়নপত্রটি তৈরি করা হয়েছে সেখানে আমার কোনো স্মারক নম্বর নেই।’
এ বিষয়ে মানিকগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেছেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি এই কাজের সঙ্গে জড়িত দালালের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মানিকগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট করতে আসায় দুই রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী হুমাইরা নামে এক নারী সিঙ্গাইর উপজেলায় তাসনিমা বেগমের পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট করতে চেয়েছিলেন। এ সময় তার সঙ্গে আবু তাহের নামে এক রোহিঙ্গা যুবকও ছিলেন।
আজ রোববার দুপুরে মানিকগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাহিদ নেওয়াজ।
জানা যায়, দালালদের মাধ্যমে ১ লাখ টাকার চুক্তিতে ৬০ হাজার টাকা অগ্রিম দিয়ে তাঁরা পাসপোর্ট করতে এসেছিলেন রোহিঙ্গা নাগরিকেরা। আবু তাহের ২০০৮ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে চকরিয়া এলাকায় রোহিঙ্গা হিসেবে স্থায়ী বসবাস করছেন। সেখানে তিনি স্থানীয় একটি হোটেলের কর্মচারী হিসেবে কাজ করছেন।
মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাহিদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর চান্দহর গ্রামের খলিলুর রহমানের মেয়ে তাসনিমা বেগমের পরিচয়পত্র এবং স্থানীয় চেয়ারম্যান মো. শওকত হোসেন বাদলের প্রত্যয়নপত্র নিয়ে পাসপোর্ট করতে আসেন হুমাইরা। তখন যাচাই বাছাই ও ফিঙ্গার প্রিন্ট নেওয়ার সময় রোহিঙ্গা ডেটাবেজের সঙ্গে মিলে যায়। পরে তাঁকে আটক করে পুলিশে দেওয়া হয়।’
নাহিদ নেওয়াজ বলেন, ‘হুমাইরা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। তাঁর রোহিঙ্গা আইডি ১৫৫২০১৭১২২৪১১৫৪৫৯। তিনি তার মা ও চার বোনসহ ২০১৭ সালে রোহিঙ্গা হিসেবে বাংলাদেশে আসেন।’
এদিকে স্বাক্ষর জাল করে একটি চক্র প্রত্যয়নপত্র তাঁদের দিয়েছে বলে দাবি করেন চান্দহর ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত হোসেন বাদল। তিনি বলেন, ‘আমার স্বাক্ষর জাল করে একটি চক্র এই অপকর্মটি করেছেন। এ ব্যাপারে সিংগাইর থানায় জিডি করা হবে। আমার স্বাক্ষরযুক্ত যে প্রত্যয়নপত্রটি তৈরি করা হয়েছে সেখানে আমার কোনো স্মারক নম্বর নেই।’
এ বিষয়ে মানিকগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেছেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি এই কাজের সঙ্গে জড়িত দালালের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কোটি টাকা লেনদেনে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পশুর হাট ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ উঠেছে পৌর প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সমঝোতার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
২ ঘণ্টা আগেরাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ২১ দিনে গ্রেপ্তার করা হয়েছে সাড়ে ১২ হাজার জনকে। কিন্তু কোনো শীর্ষ সন্ত্রাসী বা দাগি অপরাধী ধরা পড়েনি। আবার উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছুরি, রামদা, লাঠি, রডই বেশি; আগ্নেয়াস্ত্র মাত্র ৩৯টি। এর মধ্যে গত বছরের আগস্টে পুলিশের লুট হওয়া...
৩ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
৪ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য কার্যালয়ের নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তারা সরাসরি অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি তাঁদের অনুগত স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, নৈশপ্রহরীর স্বামী, নলকূপ বিক্রেতাসহ এলাকাভিত্তিক বেশ কয়েকজনের মাধ্যমে...
৪ ঘণ্টা আগে