Ajker Patrika

রাজবাড়ীতে ছেলে হত্যার মামলায় মায়ের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে ছেলে হত্যার মামলায় মায়ের যাবজ্জীবন

রাজবাড়ীতে ছেলেকে হত্যার মামলায় সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন আসামির উপস্থিততে এ রায় দেন।

রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আকলিমা আক্তার (৩৫) পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহ মীরপুর এলাকার হযরত আলীর স্ত্রী।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১০ সালের ১০ আগস্ট সকালে সতিনের সঙ্গে ঝগড়ার জেরে তাঁর ছেলে রিপনকে (৪) কীটনাশক খাইয়ে হত্যা করেন আকলিমা খাতুন। এ ঘটনায় রিপনের বাবা হযরত আলী পাংশা মডেল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ আকলিমা খাতুনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালতে কীটনাশক খাইয়ে হত্যার কথা স্বীকার করেন আকলিমা খাতুন।

পিপি উজির আলী শেখ বলেন, সতিনের সঙ্গে ঝগড়ার জেরে ওষুধ বলে কীটনাশক খাইয়ে তাঁর ছেলেকে হত্যা করে। মামলাটি আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এ রায়ের মধ্য দিয়ে অপরাধ প্রবণতা কমে আসবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত