Ajker Patrika

ফরিদপুর মেডিকেলে ৫৪ দিনে তিনবার অগ্নিকাণ্ড

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৪, ১৪: ৪৭
ফরিদপুর মেডিকেলে ৫৪ দিনে তিনবার অগ্নিকাণ্ড

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ড হয়েছে। এ নিয়ে গত ৫৪ দিনে তিনবার অগ্নিকাণ্ড হলো হাসপাতালটিতে। এদিকে এর কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের নয়তলাবিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় স্টোররুমে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর চারদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কে মুমূর্ষু রোগীসহ হুড়োহুড়ি করে নিচে নামেন স্বজনেরা। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুভাষ বাড়ৈ বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দ্বিতীয় তলার স্টোররুমে দাউদাউ করে আগুন জ্বলছে। ভেতরে ঢোকার ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা পোহাতে হয়েছে। প্রচুর ধোঁয়া ছিল। আমরা তালা ও কাচের দেয়াল ভেঙে সেখানে প্রবেশ করি। পরে ২৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনি। এতে হাসপাতালটি অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।’

হাসপাতালটির উপপরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোররুমে অগ্নিকাণ্ড হয়। তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। ওই স্টোররুমে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে যান ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. মোরশেদ আলম।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘এ নিয়ে গত দেড় মাসে হাসপাতালে তিনবার আগুন লেগেছে। বিষয়টি নিয়ে আমরা খুবই আতঙ্কিত ও শঙ্কিত। এটি ১ হাজার বেডের হাসপাতাল। এসব জায়গায় আগুন লাগলে বিপুল প্রাণহানির শঙ্কা থাকে।’

তিনি আরও বলেন, ‘কেন বারবার আগুন লাগছে, তার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

এর আগে গত ২৩ মার্চ হাসপাতালটির মর্গে আগুন লাগে। এ ঘটনাকে রহস্যজনক হিসেবে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর ৩১ মার্চ দুপুরে হাসপাতাল ভবনের ষষ্ঠতলায় অগ্নিকাণ্ড হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত