নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিবি পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি, ডিবি) ইফতেখার মাহমুদকে বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ১০দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক নুরুল ইসলাম খান। অন্যদিকে রিমান্ড বাতিল সে জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রোববার রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সুমন সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণিতে রাস্তার ওপর এলোপাতাড়ি গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।
তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, আসামিকে জিজ্ঞাসাবাদ করে হত্যার মূল রহস্য উদঘাটন ও ঘটনার ইন্ধনদাতা তাদের চিহ্নিত করা প্রয়োজন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইফতেখার মাহমুদকে খুঁজে পাওয়া যায়নি। গত ২২ আগস্ট তার স্ত্রী এ সংক্রান্তে ডিবি প্রধানকে চিঠি দিয়ে জানিয়েছিলেন।
ডিবি পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি, ডিবি) ইফতেখার মাহমুদকে বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ১০দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক নুরুল ইসলাম খান। অন্যদিকে রিমান্ড বাতিল সে জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রোববার রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সুমন সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণিতে রাস্তার ওপর এলোপাতাড়ি গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।
তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, আসামিকে জিজ্ঞাসাবাদ করে হত্যার মূল রহস্য উদঘাটন ও ঘটনার ইন্ধনদাতা তাদের চিহ্নিত করা প্রয়োজন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইফতেখার মাহমুদকে খুঁজে পাওয়া যায়নি। গত ২২ আগস্ট তার স্ত্রী এ সংক্রান্তে ডিবি প্রধানকে চিঠি দিয়ে জানিয়েছিলেন।
রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ। তিনি সংগঠনটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে সেই গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামফলক স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশ খারাপ না, এক খারাপ লোকের পাল্লায় পড়ে, এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল বলে মন্তব্য করেছেন দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন।
৩ ঘণ্টা আগে