Ajker Patrika

গুলশানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

ঢামেক প্রতিবেদক
গুলশানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

রাজধানীর গুলশানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রশিদুল ইসলাম (৪০) নামে এক শ্রমিক মারা গেছেন। আজ মঙ্গলবার (৫ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে গুলশান ২ রোডে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যায়। 

হাসপাতালে মৃত রশিদুলের ভাই আতাউর রহমান জানান, তারা পাশাপাশি ভবনে কাজ করেন। রশিদুল ভবনের রুপোশ মেশিনের অপারেটর ছিল। ঘটনার সময় বিশতলায় কাজ করছিল। নিচ থেকে রুপোশে করে মাল ওঠানোর সময় মেশিনসহ নিচে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায়। 

আতাউর জানান, তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভাঙনি বেতগেরা গ্রামে। বর্তমানে ওই ভবনেই থাকত। স্ত্রী দুই ছেলে গ্রামে থাকে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত