Ajker Patrika

স্মার্ট বাংলাদেশ গঠনে বিডিরেনের ভূমিকা গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১২: ১৭
স্মার্ট বাংলাদেশ গঠনে বিডিরেনের ভূমিকা গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও গবেষণা নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিডিরেন একটি সময়োপযোগী ডিজিটাল প্ল্যাটফরম তৈরির মাধ্যমে দেশের অধিকাংশ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ অনেকগুলো গবেষণা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে একটি একক নেটওয়ার্কের আওতায় আনতে সক্ষম হয়েছে। বিডিরেন নেটওয়ার্কের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো ডিজিটাল প্ল্যাটফরমের সুবিধা নিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে দক্ষ জনবল তৈরিতে অবদান রাখছে।’ 

গতকাল রোববার রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের নাভানা এইচআর টাওয়ারে বিডিরেনের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিডিরেন ট্রাস্টের চেয়ারপারসন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মুহাম্মদ আলমগীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ইউজিসির সদস্য প্রফেসর মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর হাসিনা খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আবু তাহের, ইউজিসির সাবেক সদস্য প্রফেসর মো. আখতার হোসেন ও প্রফেসর দিল আফরোজা বেগম বিডিরেনের কার্যক্রম নিয়ে অনুভূতি ব্যক্ত করেন। 

বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা ও গবেষণা নেটওয়ার্ক গড়ে তোলার উদ্দেশ্যে ২০০৯ সালে ইউজিসির উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের একটি কম্পোনেন্ট হিসেবে বাংলাদেশ রিসার্স অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) যাত্রা শুরু হয়। উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের মেয়াদ শেষে ২০১৯ সাল থেকে বিডিরেনের কর্মকাণ্ড একটি ট্রাস্টের অধীনে পরিচালিত হচ্ছে। 

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান বলেন, ‘দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিডিরেন বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিডিরেন থেকে সরাসরি শিক্ষা ও গবেষণাসংক্রান্ত বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা নিতে পারেন।’ 

শিক্ষামন্ত্রী দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য নিয়ে জাতীয়ভাবে একটি ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। স্মার্ট বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিডিরেনের সহায়তায় ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তুলতে পারে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রফেসর আলমগীর বলেন, ‘উচ্চশিক্ষার ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন দরকার। এই লক্ষ্যে ইউজিসি কাজ করছে। কাঠামোগত পরিবর্তনে সরকার বিডিরেন প্রতিষ্ঠা করেছে। তিনি বিডিরেনকে স্বাধীনভাবে ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। দেশের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিডিরেনের ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে বলে তিনি জানান। 

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর মেসবাহউদ্দিন আহমেদ, ইউজিসি সদস্য প্রফেসর বিশ্বজিৎ চন্দ, প্রফেসর মো. জাকির হোসেন, বিডিরেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও বিডিরেনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

পাকিস্তানে হামলার ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়ালেন ২ নারী কর্মকর্তা

ভারত-পাকিস্তান যুদ্ধে লাভবান চীন, নাজুক অবস্থানে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত