Ajker Patrika

ডাসারে মহাসড়কে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২৪, ১৫: ৪৪
ডাসারে মহাসড়কে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

মাদারীপুরের ডাসার উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা ভোরে সড়কের ওপরে এক বৃদ্ধকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৬টার দিকে মারা যান। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। 

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিজয় রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির যানবাহনের আঘাত পেয়ে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত ওই বৃদ্ধ। স্থানীয়রা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তাঁর পরিচয় নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত