Ajker Patrika

সাংবাদিককে হুমকি দেওয়ায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিককে হুমকি দেওয়ায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

সাংবাদিককে টাঙিয়ে পেটাতে চাওয়া পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনাটি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়। 

এতে উল্লেখ করা হয়, গত ১৬ জুলাই ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের পূর্বদিন রিটার্নিং অফিসারের সঙ্গে সাংবাদিকদের সভা চলাকালীন হঠাৎ ভান্ডারিয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান সভাকক্ষে প্রবেশ করে উপস্থিত একজন সংবাদকর্মীকে হুমকি দেন বা অসৌজন্যমূলক আচরণ করেন। 

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এবং গণমাধ্যমকর্মীর সঙ্গে একজন জনপ্রতিনিধি উপজেলা পরিষদের চেয়ারম্যানের এমন আচরণ কমিশনের জন্যও বিব্রতকর। এ বিষয়ে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা অনুসারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। 

এর আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান এই বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) ইউও (আন অফিশিয়াল) নোট দেন। 

গত ১৭ জুলাই পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত