Ajker Patrika

গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাকুলের স্ত্রী তানিয়ার জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাকুলের স্ত্রী তানিয়ার জামিন

গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় করা মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের স্ত্রী তানিয়া খন্দকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের জামিন প্রশ্নে রুল জারি করা হয়েছে। 

আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এই আদেশ দেন। 

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। খুরশীদ আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘দুজনের বিষয়ে রুল দিলেও জামিন দিয়েছেন তানিয়া খন্দকারকে’। 

গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরে আশফাকুল হকের আট তলার বাসা থেকে পড়ে মারা যায় ওই কিশোরী গৃহকর্মী। ভবনের নিচে তার লাশ মেলার পর স্থানীয়রা বিক্ষোভ করেন। পরদিন প্রীতির বাবা লোকেশ উরাং মোহাম্মদপুর থানায় মামলা করেন। ওই মামলায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

বিচারিক আদালতে কয়েক দফা জামিন নামঞ্জুর হলে হাইকোর্টে আবেদন করেন তারা। এদিকে নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে গত ২ এপ্রিল অব্যাহতি দিয়েছে ডেইলি স্টার কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত