Ajker Patrika

নারায়ণগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যার প্রধান আসামি ছাত্রদল নেতা বাবু গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
জাহিদুল ইসলাম বাবু। ছবি: আজকের পত্রিকা
জাহিদুল ইসলাম বাবু। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভূঁইয়া হত্যা মামলার প্রধান আসামি সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গতকাল বুধবার রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচগাঁও কেদারপুর এলাকা থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়। তিনি রূপগঞ্জের মর্তুজাবাদ গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। গত ১০ জুন গুলিতে ব্যবসায়ী ও যুবদল কর্মী মামুন হত্যার ঘটনায় ছাত্রদল তাঁকে বহিষ্কার করে।

র‍্যাব-১১-এর স্কোয়াড কমান্ডার শামসুর রহমান বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের ধরতে ছায়া তদন্ত চালিয়ে আসছিল র‍্যাব। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গতকাল রাত সোয়া ১২টায় শরীয়তপুর থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়। তাঁকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

১০ জুন দুপুরে রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায় ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে আটক করে স্থানীয় জনতা। তাঁকে ছাড়িয়ে আনতে গিয়ে বাবু এলোপাতাড়ি গুলি চালান বলে অভিযোগ ওঠে। এতে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী মামুন। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত