Ajker Patrika

পোস্তগোলা ব্রিজে বাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুলাই ২০২২, ১৫: ৩৪
পোস্তগোলা ব্রিজে বাসের ধাক্কায় নিহত ১

রাজধানীর পোস্তগোলা ব্রিজের ঢালে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইফুল ইসলাম জুয়েল (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

জানা যায়, নিহত জুয়েল মাগুরা সদর উপজেলার আজমপুর গ্রামের ওয়াজেদ মোল্লার ছেলে। তিনি মিরপুর ১ নম্বর সেকশন এলাকায় থাকতেন। 

এ বিষয়ে নিহত জুয়েলের ছোট ভাই সাজ্জাদ হোসেন মোল্লা বলেন, ‘বড় ভাই জুয়েল মিরপুর এলাকায় থাকতেন। সেখানে ঠিকাদারিসহ বিভিন্ন ব্যবসা করতেন। তাঁর স্ত্রী কানিজ ফাতেমা ও দুই মেয়ে গ্রামের বাড়িতে থাকেন। আজ সকালে আমি স্ত্রীকে সঙ্গে নিয়ে মাগুরা থেকে রূপগঞ্জে শ্বশুরবাড়িতে ফিরছিলাম। বাড়ি থেকে বড় ভাই জুয়েলের জন্য কিছু খাবার নিয়ে আসি। সেই খাবার নেওয়ার জন্য তিনি পোস্তগোলা ব্রিজের ঢালে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস ভাইকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত