ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলায় ভূমিদস্যু অভিযোগে রুবেল শেখ (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাঁকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার আকোটরচর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ। রুবেল শেখ ওই ইউনিয়নের ছোনপঁচা গ্রামের শেখ মান্নানের ছেলে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে এক অসহায় পরিবারের ভিটেমাটি জোড়পূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
জানা যায়, তালতলা গ্রামের সত্তরোর্ধ্ব শেখ আব্দুর রউফ নামে এক দারিদ্র্য কৃষকের বসতবাড়িসহ ১৬ শতাংশ জমি রুবেল শেখের নামে লিখে দেওয়ার জন্য তিনি হুমকি দিতে থাকেন। জমি দখলে নিতে আব্দুর রউফের বাড়িতে রুবেল শেখ জোরপূর্বক ঘরও তোলেন। পরে খবর পেয়ে পুলিশ এসে বাধা দেন। এসব বিষয় নিয়ে একাধিকবার সালিস বসলেও তা অমান্য করে আসছিলেন রুবেল শেখ। এসব বিষয়ে ভুক্তভোগী পরিবারটি সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী শেখ আব্দুর রউফের স্ত্রী রাজিয়া বেগম বলেন, ‘আমার স্বামীর এই জমিটুকুই তার শেষ সম্বল। কিন্তু এই জমি নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে রুবেল। লিখে না দিলে মেরে ফেলারও হুমকি দিচ্ছে।’
তিনি জানান, তাঁর স্বামী অন্যত্র যাওয়ার জন্য জমিজমা বিক্রির সিদ্ধান্ত নেন। একপর্যায়ে রুবেলের সঙ্গে ২৭ লাখ টাকায় বিক্রির কথা হয়। এর মাঝে রুবেল ১৮ লাখ টাকা দিয়ে বাকি টাকা না দিয়েই জমি লিখে দিতে বলেন। পরবর্তী সময়ে ১৬ লাখ টাকা ফেরত নিয়ে যান রুবেল এবং দুই লাখ টাকা রেখে দিয়ে বলেন পরে নেবেন।
রুবেলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, ‘রুবেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে ডেভিলহান্ট অভিযানে আটক করা হয় তাকে এবং পরবর্তীকালে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
ফরিদপুরের সদরপুর উপজেলায় ভূমিদস্যু অভিযোগে রুবেল শেখ (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাঁকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার আকোটরচর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ। রুবেল শেখ ওই ইউনিয়নের ছোনপঁচা গ্রামের শেখ মান্নানের ছেলে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে এক অসহায় পরিবারের ভিটেমাটি জোড়পূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
জানা যায়, তালতলা গ্রামের সত্তরোর্ধ্ব শেখ আব্দুর রউফ নামে এক দারিদ্র্য কৃষকের বসতবাড়িসহ ১৬ শতাংশ জমি রুবেল শেখের নামে লিখে দেওয়ার জন্য তিনি হুমকি দিতে থাকেন। জমি দখলে নিতে আব্দুর রউফের বাড়িতে রুবেল শেখ জোরপূর্বক ঘরও তোলেন। পরে খবর পেয়ে পুলিশ এসে বাধা দেন। এসব বিষয় নিয়ে একাধিকবার সালিস বসলেও তা অমান্য করে আসছিলেন রুবেল শেখ। এসব বিষয়ে ভুক্তভোগী পরিবারটি সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী শেখ আব্দুর রউফের স্ত্রী রাজিয়া বেগম বলেন, ‘আমার স্বামীর এই জমিটুকুই তার শেষ সম্বল। কিন্তু এই জমি নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে রুবেল। লিখে না দিলে মেরে ফেলারও হুমকি দিচ্ছে।’
তিনি জানান, তাঁর স্বামী অন্যত্র যাওয়ার জন্য জমিজমা বিক্রির সিদ্ধান্ত নেন। একপর্যায়ে রুবেলের সঙ্গে ২৭ লাখ টাকায় বিক্রির কথা হয়। এর মাঝে রুবেল ১৮ লাখ টাকা দিয়ে বাকি টাকা না দিয়েই জমি লিখে দিতে বলেন। পরবর্তী সময়ে ১৬ লাখ টাকা ফেরত নিয়ে যান রুবেল এবং দুই লাখ টাকা রেখে দিয়ে বলেন পরে নেবেন।
রুবেলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, ‘রুবেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে ডেভিলহান্ট অভিযানে আটক করা হয় তাকে এবং পরবর্তীকালে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে লবণ উৎপাদন করায় মেসার্স জনতা সল্ট মিলসমালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ মে) বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএসটিআই কুমিল্লা অফিস ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগেফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালানবিরোধী টহলের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় গরু, সিগারেট, বিভিন্ন ধরনের ওষুধ, পান, মসলা, ভারতীয় শাড়ি ও ফেসওয়াশ উদ্ধার করা হয়। জব্দ করা মালপত্রের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
২ ঘণ্টা আগেনাটোরের লালপুরে হাট-বাজার ইজারার নামে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে সেনাবাহিনী। রোববার (২৫ মে) উপজেলার লালপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
২ ঘণ্টা আগেবিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইটে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১ মে ঢাকা থেকে সিলেট হয়ে দুবাই যাত্রা এবং ৩ মে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার ফিরতি ফ্লাইটে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। অভিযোগকারী ওই নারী ফ্লাইট স্টুয়ার্ডের দায়িত্বে ছিলেন। ৪ মে বিমানের এক ফ্লাইট পার্সার
২ ঘণ্টা আগে