Ajker Patrika

ইভটিজিংয়ের প্রতিবাদের জেরে শিক্ষার্থী খুন: ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাভারের গেন্ডা এলাকায় মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করে খুন হয়েছিলেন ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী মারুফ খান। তাঁকে হত্যার দায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাজিয়া নাহিদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামিরা হলেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শিমুল হাওলাদার ওরফে শ্যামল, শামীম আলী, ইমরান হোসেন, ফয়সাল আহম্মেদ মোত্তাকিন ও লিটন ওরফে রইচ।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানাসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মাহমুদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা সবাই জামিনে ছিলেন। তবে রায়ের দিন আসামি ফয়সাল আহমেদ আদালতে হাজির হননি। আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অন্য পাঁচ আসামি উপস্থিত ছিলেন।

রায় জানতে আদালতে এসেছিলেন মারুফ খানের বাবা আতাউর রহমান খান। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘ন্যায়বিচার পেয়েছি।’

মামলা সূত্রে জানা যায়, আসামিরা মারুফ খানের বান্ধবী মুনাকে উত্ত্যক্ত করতেন। ২০১৮ সালের ২১ আগস্ট বিকেলে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় তারা মুনাকে উত্ত্যক্ত করে। মারুফ এর প্রতিবাদ করেন এবং মুনাকে রিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেন। সেদিনই সন্ধ্যায় আসামিরা মারুফের ওপর হামলা চালায়। মঞ্জু তাঁকে ছুরিকাঘাত করে। এতে মারাত্মক আহত হন মারুফ। তাঁকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। পথে মারুফের মৃত্যু হয়।

এ ঘটনায় মারুফের ভাই লুৎফর রহমান খান মানিক হামলার পরদিন সাভার মডেল থানায় মামলা করেন। সিআইডি পুলিশ ২০১৯ সালের ৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেয়। ২০২২ সালের ২৩ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত