Ajker Patrika

জাবিতে ৪৩ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের রাজা-রানি নির্বাচন ১০ ফেব্রুয়ারি

জাবি প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ২০: ৫০
জাবিতে ৪৩ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের রাজা-রানি নির্বাচন ১০ ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৩ তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের রাজা-রানি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষা সমাপনী উৎসবের প্রধান নির্বাচন কমিশনার তহিদুল ইসলাম। 

তিনি বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি শিক্ষা সমাপনী উৎসবের রাজা-রানি নির্বাচন জাকসু প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ওই দিন ভোট গণনার পরে নির্বাচনের চূড়ান্ত ফলাফল তথা রাজা ও রানির নাম ঘোষণা করা হবে।

এদিকে রাজা-রানি পদে নির্বাচনে আগ্রহী প্রার্থীরা ১৫ জানুয়ারি থেকে মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ জানুয়ারি। কেউ চাইলে ১৯ জানুয়ারি বিকেল ৪টার মধ্যে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। 

২০ জানুয়ারি চূড়ান্ত মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। ওই দিন সন্ধ্যায় জাকসু ভবন প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত প্রার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হবে।

প্রার্থীরা ২১ জানুয়ারি সকাল ১০ হতে ৮ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ টা পর্যন্ত নিজেদের পক্ষে প্রচারণা চালাতে পারবেন। উক্ত সময়ের পর থেকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সকল প্রকার সভা, মাইকিং, স্লোগান, মিছিল, পোস্টারিং ইত্যাদি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাইতে পারবেন বলে জানান নির্বাচন কমিশনার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন এই উৎসবের ট্রেজারার তানজিলুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার তানজিলা মোস্তাফিজ মিলি, কো-ট্রেজারার রমিত হাসান ও শাশ্বত শিবলী ওয়াসীসহ অনেকে।

উল্লেখ্য, প্রতি বছর জাবিতে বিদায়ী শিক্ষার্থীরা সমাপনী উৎসব পালন করে থাকেন। এই উৎসবের একটি উল্লেখ্যযোগ্য অংশ রাজা-রানি নির্বাচন। বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে রাজা-রানির জন্য প্রার্থী হন। এতে ভোট প্রদান করেন বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা। এ ছাড়া ওই ব্যাচ থেকে সাংবাদিকতা করা শিক্ষার্থীদের নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত