Ajker Patrika

জিএমপির ৪ থানার ওসি পদে রদবদল, একজন প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি
জিএমপির ৪ থানার ওসি পদে রদবদল, একজন প্রত্যাহার

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে একযোগে রদবদল করা হয়েছে। এ ছাড়া আরও এক কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। আজ বৃহস্পতিবার জিএমপির কমিশনার মো. মাহবুব আলমের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে। 

আদেশে বলা হয়েছে, গাজীপুর মহানগরীর পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামকে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগে পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক কামরুজ্জামান, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলমকে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন টঙ্গী পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেনকে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিককে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনসে সংযুক্ত (লাইনওআর) করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত