ঢাবি সংবাদদাতা
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড (অবরোধ) কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে এসে এ ব্লকেড শুরু করেন। রাত ১১টার পর বুয়েটের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যোগ দেন।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ চত্বরের চারদিকে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এই অবস্থানের কারণে শাহবাগের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে শাহবাগের চারদিকের সড়কে ক্রমান্বয়ে যানজট বাড়তে থাকে। শাহবাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত থাকলেও সাড়ে ১১টা পর্যন্ত তাঁদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
শাহবাগের অবস্থান থেকে শিক্ষার্থীরা কুয়েটের উপাচার্যের পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন। মিছিলে তাঁরা ‘দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’, ‘কুয়েট ভিসি চায় কী, গোলামি আর দালালি’; ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘আমার ভাই অনশনে, ভিসি কেন সিংহাসনে’ ইত্যাদি স্লোগান দেন।
ব্লকেড কর্মসূচির অন্যতম সংগঠক শাহেদ ইমন বলেন, ‘আমরা এক থেকে দেড় ঘণ্টা এ কর্মসূচি অব্যাহত রাখব।’
আব্দুর রহমান ফাহাদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ব্লকেড চলমান রাখব। প্রশাসন থেকে দাবি পূরণের কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।’
এর আগে রাত ৮টায় মধুর ক্যানটিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা কুয়েট উপাচার্যকে মঙ্গলবার রাত ১০টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন। এর মধ্যে পদত্যাগ না করলে তাঁরা শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন।
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড (অবরোধ) কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে এসে এ ব্লকেড শুরু করেন। রাত ১১টার পর বুয়েটের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যোগ দেন।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ চত্বরের চারদিকে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এই অবস্থানের কারণে শাহবাগের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে শাহবাগের চারদিকের সড়কে ক্রমান্বয়ে যানজট বাড়তে থাকে। শাহবাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত থাকলেও সাড়ে ১১টা পর্যন্ত তাঁদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
শাহবাগের অবস্থান থেকে শিক্ষার্থীরা কুয়েটের উপাচার্যের পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন। মিছিলে তাঁরা ‘দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’, ‘কুয়েট ভিসি চায় কী, গোলামি আর দালালি’; ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘আমার ভাই অনশনে, ভিসি কেন সিংহাসনে’ ইত্যাদি স্লোগান দেন।
ব্লকেড কর্মসূচির অন্যতম সংগঠক শাহেদ ইমন বলেন, ‘আমরা এক থেকে দেড় ঘণ্টা এ কর্মসূচি অব্যাহত রাখব।’
আব্দুর রহমান ফাহাদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ব্লকেড চলমান রাখব। প্রশাসন থেকে দাবি পূরণের কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।’
এর আগে রাত ৮টায় মধুর ক্যানটিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা কুয়েট উপাচার্যকে মঙ্গলবার রাত ১০টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন। এর মধ্যে পদত্যাগ না করলে তাঁরা শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এই অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের খাবার পরিবেশনব্যবস্থা ও প্যাথলজি বিভাগ ঘুরে দেখেন কর্মকর্তারা।
২ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তালিকাভুক্ত সংগঠন ছাড়া কোনো সভা, সমাবেশ বা মানববন্ধনসহ কর্মসূচি পালন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়।
৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে কাঁচপুর এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
৪০ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে