নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও মাদারীপুর প্রতিনিধি
পদ্মা সেতু চালুর পরেও শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুট চালু থাকবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ শনিবার মাদারীপুর ঘাট থেকে ঢাকায় যাওয়ার পথে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সাংবাদিকদের এ কথা জানান নৌ প্রতিমন্ত্রী।
সারা দেশে ফেরির চাহিদা রয়েছে জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আরও ১২টি নতুন ফেরি সংগ্রহ করা হচ্ছে। পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া ঘাটে মানুষের চাহিদা বেড়ে যাবে। নদীকেন্দ্রিক পর্যটনকেন্দ্র গড়ে উঠবে।’
শিমুলিয়ায় পর্যটনকেন্দ্রিক ইকো জোন গড়ে তোলা হবে জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘নদীকে থামিয়ে রাখা যাবে না। নদী প্রবাহমান। নদীকে ঘিরে জীবন-জীবিকা অব্যাহত থাকবে। কেউ বেকার থাকবে না।’
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে কেউ বেকার থাকবে না; বরং কর্মসংস্থান হবে। গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নৌ, সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ১০ হাজার কিলোমিটার নৌপথের উন্নয়ন করা হচ্ছে।’
৩৭টি নদীবন্দর এবং সমুদ্রবন্দরগুলোর উন্নয়ন, ৬ লেন ও ৪ লেনের সড়ক, আকাশপথে কানাডাসহ আন্তর্জাতিক রুটে বিমান চলাচল হচ্ছে। যোগাযোগব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ এখন রোল মডেল বলে জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর দক্ষ প্রশাসকদের মধ্যে একজন। লিডারশিপে অন্যতম। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘গর্বের পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে যে উৎসব হবে; দেশের ৫০ বছরের ইতিহাসে তা হয়নি। ১০ লাখের বেশি মানুষের সমাবেশ ঘটবে। দেশের ১৭ কোটি মানুষের দৃষ্টি থাকবে উৎসবের দিকে।’
এর আগে আজ শনিবার সকাল ৯টার দিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটসহ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঐতিহাসিক জনসভার মূল সমন্বয়ক চিফ হুইপ মহোদয়। তিনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন, সেভাবেই নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করছে। আজও চিফ হুইপ মহোদয় ঘাট ব্যবস্থাপনা দেখিয়ে দিলেন। তিন শতাধাক বড়-মাঝারি লঞ্চ এই জনসভায় আসবে। সেগুলোর ব্যবস্থাপনার বিষয়ে নির্দেশনা দিলেন।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘জনসভাস্থলে ৩০ জুন পর্যন্ত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এর সঙ্গে সারা দেশেই উৎসবের আয়োজন করা হয়েছে। আরও চমক থাকবে। জনসভা সফল করতে প্রতিদিনই আমাদের মন্ত্রী ও নেতৃবৃন্দ আসছেন। ১০ লাখের বেশি মানুষ জনসভায় আসবে। তাদের সুযোগ-সুবিধা নিয়ে তাঁরা কাজ করছেন।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
পদ্মা সেতু চালুর পরেও শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুট চালু থাকবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ শনিবার মাদারীপুর ঘাট থেকে ঢাকায় যাওয়ার পথে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সাংবাদিকদের এ কথা জানান নৌ প্রতিমন্ত্রী।
সারা দেশে ফেরির চাহিদা রয়েছে জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আরও ১২টি নতুন ফেরি সংগ্রহ করা হচ্ছে। পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া ঘাটে মানুষের চাহিদা বেড়ে যাবে। নদীকেন্দ্রিক পর্যটনকেন্দ্র গড়ে উঠবে।’
শিমুলিয়ায় পর্যটনকেন্দ্রিক ইকো জোন গড়ে তোলা হবে জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘নদীকে থামিয়ে রাখা যাবে না। নদী প্রবাহমান। নদীকে ঘিরে জীবন-জীবিকা অব্যাহত থাকবে। কেউ বেকার থাকবে না।’
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে কেউ বেকার থাকবে না; বরং কর্মসংস্থান হবে। গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নৌ, সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ১০ হাজার কিলোমিটার নৌপথের উন্নয়ন করা হচ্ছে।’
৩৭টি নদীবন্দর এবং সমুদ্রবন্দরগুলোর উন্নয়ন, ৬ লেন ও ৪ লেনের সড়ক, আকাশপথে কানাডাসহ আন্তর্জাতিক রুটে বিমান চলাচল হচ্ছে। যোগাযোগব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ এখন রোল মডেল বলে জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর দক্ষ প্রশাসকদের মধ্যে একজন। লিডারশিপে অন্যতম। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘গর্বের পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে যে উৎসব হবে; দেশের ৫০ বছরের ইতিহাসে তা হয়নি। ১০ লাখের বেশি মানুষের সমাবেশ ঘটবে। দেশের ১৭ কোটি মানুষের দৃষ্টি থাকবে উৎসবের দিকে।’
এর আগে আজ শনিবার সকাল ৯টার দিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটসহ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঐতিহাসিক জনসভার মূল সমন্বয়ক চিফ হুইপ মহোদয়। তিনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন, সেভাবেই নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করছে। আজও চিফ হুইপ মহোদয় ঘাট ব্যবস্থাপনা দেখিয়ে দিলেন। তিন শতাধাক বড়-মাঝারি লঞ্চ এই জনসভায় আসবে। সেগুলোর ব্যবস্থাপনার বিষয়ে নির্দেশনা দিলেন।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘জনসভাস্থলে ৩০ জুন পর্যন্ত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এর সঙ্গে সারা দেশেই উৎসবের আয়োজন করা হয়েছে। আরও চমক থাকবে। জনসভা সফল করতে প্রতিদিনই আমাদের মন্ত্রী ও নেতৃবৃন্দ আসছেন। ১০ লাখের বেশি মানুষ জনসভায় আসবে। তাদের সুযোগ-সুবিধা নিয়ে তাঁরা কাজ করছেন।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈষম্যমূলক নীতির প্রতিবাদ ও আবাসন ভাতা, হল নির্মাণসহ চার দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তালা দেন তারা।
২২ মিনিট আগেসিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় হোমিওপ্যাথির দোকান থেকে কেনা অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে একজন চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা মারা যান।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে ভাঙা স্থান দিয়ে সব ট্রেন ধীর গতিতে চলাচল করছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনে ফাটল দেখে কর্তৃপক্ষকে খবর দেয়।
২ ঘণ্টা আগেরাজধানীর হাতিরপুল থেকে শাহীনুর রহমান আশু (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) ভোর ৫টার দিকে হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের পুকুরপাড় পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে