সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভারের আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বেশ কিছু অংশ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পোশাক শ্রমিকসহ হাজারও পথচারীদের।
আজ শনিবার বিকেলে সড়কের জামগড়া বাসস্ট্যান্ড থেকে ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় পানি জমে থাকতে দেখা যায়। গতকাল শুক্রবার রাত ও শনিবার সকালের বৃষ্টিতে সড়কের এসব এলাকা তলিয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, সড়ক পানির নিচে তলিয়ে থাকায় দুর্ভোগ নিয়ে চলাচল করছেন পথচারীরা। বিশেষ করে শ্রমজীবী মানুষেরা পড়েছেন ব্যাপক ভোগান্তিতে। দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয়রা বলছেন, সড়কের এই অংশে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাদের দাবি, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণেও এই পানি নিষ্কাসন হচ্ছে না। যদিও এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
পোশাক শ্রমিক মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পানির কারণে সমস্যা হয়। হাঁটাও যায় না। পানি বের হওয়ার রাস্তা না থাকায় অল্প বৃষ্টি হলেই এমন দুর্ভোগে পড়তে হয়।’
পথচারী রিয়াজ উদ্দিন বলেন, ‘একটা গাড়ি গেলে ময়লা পানির ঢেউ এসে গায়ে লাগে। পানিতে জামাকাপড় নষ্ট হয়ে যায়। কষ্ট করে অফিসে যাওয়া লাগছে। এমন পানিতে পা ভিজলেই পা চুলকায়। মনে হয় চর্মরোগ হয়ে যাবে।’
গার্মেন্টস শ্রমিক ঐক্যলীগের সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছরও আমরা এই পানিতে দাঁড়িয়ে জলাবদ্ধতা দূরীকরণের দাবি নিয়ে মানববন্ধন করেছিলাম। পানি জমলেই সবাই বলে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু এত বছরেও কোনো স্থায়ী সমাধান হলো না। আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
বর্তমানে সড়কটি সড়ক ও জনপথের আওতা থেকে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতাধীন। ফলে এই সড়কটির দায়-দায়িত্ব এখন এই প্রকল্পের।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. শাহাবুদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির পানি যেখানে নামবে সেই লেভেলেও পানি। আমাদের লোকজন কাজ করছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কীভাবে সমাধান করা যায় সেটি দেখা হচ্ছে। অতিরিক্ত বৃষ্টি হওয়ায় এভাবে পানি জমেছে। এ বছর আমাদের ড্রেনের কাজ শুরু হয়েছে। অচিরেই এই সমস্যা সমাধান হবে।’
ঢাকার সাভারের আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বেশ কিছু অংশ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পোশাক শ্রমিকসহ হাজারও পথচারীদের।
আজ শনিবার বিকেলে সড়কের জামগড়া বাসস্ট্যান্ড থেকে ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় পানি জমে থাকতে দেখা যায়। গতকাল শুক্রবার রাত ও শনিবার সকালের বৃষ্টিতে সড়কের এসব এলাকা তলিয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, সড়ক পানির নিচে তলিয়ে থাকায় দুর্ভোগ নিয়ে চলাচল করছেন পথচারীরা। বিশেষ করে শ্রমজীবী মানুষেরা পড়েছেন ব্যাপক ভোগান্তিতে। দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয়রা বলছেন, সড়কের এই অংশে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাদের দাবি, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণেও এই পানি নিষ্কাসন হচ্ছে না। যদিও এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
পোশাক শ্রমিক মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পানির কারণে সমস্যা হয়। হাঁটাও যায় না। পানি বের হওয়ার রাস্তা না থাকায় অল্প বৃষ্টি হলেই এমন দুর্ভোগে পড়তে হয়।’
পথচারী রিয়াজ উদ্দিন বলেন, ‘একটা গাড়ি গেলে ময়লা পানির ঢেউ এসে গায়ে লাগে। পানিতে জামাকাপড় নষ্ট হয়ে যায়। কষ্ট করে অফিসে যাওয়া লাগছে। এমন পানিতে পা ভিজলেই পা চুলকায়। মনে হয় চর্মরোগ হয়ে যাবে।’
গার্মেন্টস শ্রমিক ঐক্যলীগের সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছরও আমরা এই পানিতে দাঁড়িয়ে জলাবদ্ধতা দূরীকরণের দাবি নিয়ে মানববন্ধন করেছিলাম। পানি জমলেই সবাই বলে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু এত বছরেও কোনো স্থায়ী সমাধান হলো না। আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
বর্তমানে সড়কটি সড়ক ও জনপথের আওতা থেকে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতাধীন। ফলে এই সড়কটির দায়-দায়িত্ব এখন এই প্রকল্পের।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. শাহাবুদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির পানি যেখানে নামবে সেই লেভেলেও পানি। আমাদের লোকজন কাজ করছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কীভাবে সমাধান করা যায় সেটি দেখা হচ্ছে। অতিরিক্ত বৃষ্টি হওয়ায় এভাবে পানি জমেছে। এ বছর আমাদের ড্রেনের কাজ শুরু হয়েছে। অচিরেই এই সমস্যা সমাধান হবে।’
বিদেশী পিস্তলসহ রাজশাহী আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মুরাদ শেখ ওরফে ‘ককটেল মুরাদকে’ (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দিবাগত রাত ৩টার দিকে নগরের সাহেববাজার বড়কুঠি মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মুরাদ ওই এলাকার বাসিন্দা।
২৯ মিনিট আগেখুলনায় করোনায় আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা। আজ সোমবার ভোরে খুলনা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এটিই চলতি বছরে খুলনায় করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।
১ ঘণ্টা আগেচিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রাকিবের অস্থিমজ্জা সম্পূর্ণরূপে বিকল হয়ে গেছে। বাঁচতে হলে অস্থিমজ্জা প্রতিস্থাপন জরুরি। বর্তমানে তিনি ঢাকার আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। দ্বিতীয় ধাপের কেমোথেরাপি চলছে, যা আরো এক মাস চলবে।
১ ঘণ্টা আগেনরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোমেনা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। সোমবার সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন ওই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী।
১ ঘণ্টা আগে