Ajker Patrika

মানিকগঞ্জে বাসচাপায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ২ 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২২, ১০: ৫৫
মানিকগঞ্জে বাসচাপায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ২ 

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এঁদের একজন কলেজ শিক্ষার্থী, অপরজন ব্যবসায়ী। তাঁদের বাড়ি জেলার ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তরা কালীগঙ্গা সেতুর ওপর সেলফি পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া ও তাঁর বন্ধু মোটরসাইকেল ব্যবসায়ী মো. আশিকুর রহমান।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের তরা কালীগঙ্গা সেতুর ওপর পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান জুয়েল মিয়া ও আশিকুর রহমান। এ ঘটনায় আহত হন আরেক বন্ধু হাসিবুর রহমান অটুট (২৪)। তাঁকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে কয়েকটি সেলফি পরিবহন ভাঙচুর করেছে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে। পরে বিক্ষুব্ধ জনতা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে রাত সাড়ে ১১টার দিকে সেলফি পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত