Ajker Patrika

নাশকতার মামলা: ছাত্রদল নেতা খোকন ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাশকতার মামলা: ছাত্রদল নেতা খোকন ২ দিনের রিমান্ডে

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন।

তাকে আদালতে হাজির করে হাতিরঝিল থানা-পুলিশ। এরপর সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মো. সোহেল সরোয়ার। 

এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিন আবেদনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আদালতে হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্য আ. রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে হাতিরঝিল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২৮ অক্টোবর বিএনপি সমাবেশকে কেন্দ্র করে হাতিরঝিল থানায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের অভিযোগের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত