Ajker Patrika

বাবার লাশ রেখে পরীক্ষার হলে সিনথিয়া

প্রতিনিধি(নরসিংদী) পলাশ
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৯: ৩৬
বাবার লাশ রেখে পরীক্ষার হলে সিনথিয়া

ঘরে বাবার লাশ রেখে চোখের জল নিয়ে এসএসসি পরীক্ষা দিল সিনথিয়া। আজ রোববার নরসিংদীর পলাশে এ ঘটনা ঘটে। 

সিনথিয়ার বাবা মৃত হুমায়ূন কবির (৪৮) উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ কুটিরপাড়া গ্রামের মৃত মোখলেছ সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, আজ রোববার ফজরের নামাজের পর সিনথিয়া কবিরের বাবা হ‌ুমায়ূন কবির (৪৮)  মৃত্যুবরণ করেন।  বাবাকে হারিয়ে অনেকটা নির্বাক হয়েও সহপাঠী ও কেন্দ্রসচিবের সহযোগিতায় ঘোড়াশাল ডা. নজরুল বিন নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজে ওই ছাত্রী এসএসসির প্রথম দিনের পদার্থ (তত্ত্বীয়) পরীক্ষায় অংশ নেয়।  

সিনথিয়ার স্বজনেরা জানান, হুমায়ুন কবির হার্ট অ্যাটাক করে ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তাঁর জানাজা রোববার দুপুর আড়াইটার দিকে কো-অপারেটিভ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় হুমায়ূন কবিরের আত্মীয়স্বজন, প্রতিবেশী, গ্রাম ও আশপাশের এলাকার মানুষ অংশ নেন।  

ডা. নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজর অধ্যক্ষ ও পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিব রিনা নাসরিন বলেন, `পরীক্ষার্থী সিনথিয়া কবিরের বাবার মৃত্যুর বিষয়টি আমরা অবগত হয়েছি। তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে না। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত