Ajker Patrika

জবিতে গভীর রাতে আঁশফল গাছ কাটলেন কেন্দ্রীয় মসজিদের ইমাম 

জবি প্রতিনিধি
জবিতে গভীর রাতে আঁশফল গাছ কাটলেন কেন্দ্রীয় মসজিদের ইমাম 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শ্রেণিকক্ষের সামনে থেকে একটি বড় আঁশফল গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. সালাউদ্দীনের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে তিনি গতকাল বুধবার গভীর রাতে গাছটি কেটে ফেলেছেন বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভেতরে এবং কেন্দ্রীয় মসজিদের পেছনের বড় আঁশফল গাছটি কেটে ফেলা হয়েছে। গাছের কর্তিত অংশ এবং পাতা এখনো সেখানে পড়ে থাকতে দেখা গেছে। 

গাছকাটায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাগর হোসেন বলেন, ‘গ্রীষ্মের অসহনীয় গরমে ক্লাস করে বের হয়ে গাছটির নিচে দাঁড়িয়ে আড্ডা দিতাম। কত শত স্মৃতি বিজড়িত গাছটির মৃত্যু হলো আজ। এমন একটি গাছ পুরান ঢাকার মতো জায়গায় উঠতে ২০-৩০ বছর লেগে যায়। কাটার সময়ও পুরো গাছটা আঁশফলে ভরা ছিল। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে এই কাজের সঙ্গে যারা জড়িত তদন্ত করে সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

জানা যায়, গতকাল বুধবার গভীর রাতে লোকজন নিয়ে এসে গাছটি কেটে ফেলে ইমাম মো. সালাউদ্দীন। গাছ কাটার বিষয়ে অভিযুক্ত মসজিদের ইমাম মো. সালাউদ্দীন বলেন, ‘পরশুদিন স্টেট অফিসার কামাল সাহেবকে জানানোর পরে তিনি ট্রেজারার স্যারের কাছে নিয়ে যান আমাকে। ট্রেজারার স্যার অনুমতি দিয়েছেন তাই আমি গতকাল গাছ কেটেছি।’ 

বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার কামাল হোসেন সরকার বলেন, ‘আমাকে উনি (হুজুর) আঁশফল গাছের কথা বলেন নাই। আমার সঙ্গে ওপাশে যে নারিকেল গাছ আছে সেটার ব্যাপারে কথা বলেছেন। আমি বলেছি নারিকেল গাছ কাটলেও ট্রেজারার স্যারের অনুমতি লাগবে। আমি আজকে সারা দিন সচিবালয়ে ছিলাম গাছকাটার বিষয়ে কিছুই জানি না।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘এই বিষয়টা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষুব্ধ। এই গাছটি কাটা ঠিক হয়নি। এ নিয়ে আমরা আলোচনা করে ব্যবস্থা নেব।’

মসজিদ কমিটির দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘আমি নারিকেল গাছের ডালপালা ছাঁটাইয়ের বিষয়ে অবগত ছিলাম। গাছ কাটার ব্যাপারে আমাকে জানানো হয়নি। আমি সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঈমামকে চার্জ করেছি এবং বিষয়টি উপাচার্যকে অবগত করেছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত