Ajker Patrika

ধর্ষণকারীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: আফরোজা আব্বাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। আজ রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। ছবি: আজকের পত্রিকা
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। আজ রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। ছবি: আজকের পত্রিকা

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘ধর্ষক নরপশুদের দুই-একটি বিচার জনসম্মুখে না হলে তারা আসলে কখনো মানুষ হবে না। ধর্ষণের শিকার হয়ে মাগুরায় শিশু মারা গেল। তাকে নির্মমভাবে হত্যা করা হলো। তার হত্যাকারীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। যদি খুব দ্রুত জনসম্মুখে বিচার হয়ে যায়, তাহলে এরপর এ রকম ধর্ষণের ঘটনা ঘটবে না।’

আজ রোববার সকালে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার শিকার আট বছরের শিশুকে দেখতে গিয়ে আফরোজা আব্বাস সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ওই শিশুটির পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়।

মহিলা দলের সভাপতি আরও বলেন, তারেক রহমানের পক্ষ থেকে এখানে আসা। এসব ধর্ষণের কারণে বিগত সরকারের প্রশাসন দায়ী। শেখ হাসিনার সময় ১৭ বছর গণধর্ষণ হয়েছে। কিন্তু এসবের কোনো বিচার হয়নি। গণধর্ষণের বিচার না করে বরং তাদের পুরস্কৃত করা হতো। সেই কারণেই দিন দিন ধর্ষণের হার বেড়ে গেছে।

আফরোজা আব্বাস বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যার ঘটনায় মনিরকে যেভাবে বিচার ফাঁসি দেওয়া হয়েছিল, সেভাবে দুই-একটা বিচার যদি হতো, তাহলে নারীরা এ রকম ধর্ষণের শিকার হতেন না। বর্তমান সরকারের কাছে আহ্বান, কালক্ষেপণ না করে জনসম্মুখে, লাখ লাখ মানুষের সামনে ফাঁসিতে ঝোলানোর দরকার ধর্ষকদের। জেলখানায় নিয়ে ফাঁসি হোক, এটা আমরা চাই না। আমরা চাই জনসম্মুখে সবাই দেখবে ধর্ষকের বিচার। জনগণের যেটা দাবি সেটাই আইন।’ এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ অনেকেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত