Ajker Patrika

পুলিশের গাড়ির লাইসেন্স চাওয়ায় শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৭: ৪৯
পুলিশের গাড়ির লাইসেন্স চাওয়ায় শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগ 

রাজধানীর রামপুরায় নিরাপদ সড়কের দাবিতে পুলিশের গাড়ির লাইসেন্স না থাকায় একটি গাড়ি আটক করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, পুলিশের গাড়িচালকের লাইসেন্স দেখতে চাইলে এক শিক্ষার্থীকে ধাক্কা দেন গাড়িতে থাকা পুলিশ সদস্য। এ সময় ওই শিক্ষার্থী পড়ে গিয়ে তার হাত কেটে যায়। 

বুধবার বেলা ১টার দিকে রামপুরা ব্রিজে সড়ক অবরোধকালে এই ঘটনা ঘটে। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে, নিরাপদ সড়কের দাবিতে তারা রাস্তায় আন্দোলন করছে। কিন্তু যাদের সড়ক নিরাপত্তা দেওয়ার কথা, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িচালকের ড্রাইভিং লাইসেন্স না থাকে, তাহলে নিরাপদ সড়ক কীভাবে হবে। তারা পুলিশের গাড়ির লাইসেন্স চেক করতে গেলে লাইসেন্স দেখাতে পারেনি। সেই সময় এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়। 

সরেজমিনে দেখা যায়, গাড়ির লাইসেন্স না দেখাতে পারা ও শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ায় রামপুরায় আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। দেখা যায়, পুলিশের গাড়ি আটকানো, পুলিশের গাড়ির ওপরে উঠে নানা ধরনের স্লোগান দেয় শিক্ষার্থীরা। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা শিক্ষার্থীদের শান্ত করেন। পরে পুলিশের গাড়িটি রাস্তার পাশে নিয়ে আসা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান লিখেছে। 

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল তারা আজকেও নামবে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে।’ 

খিলগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নুরে আলম বলেন, ‘পুলিশের গাড়ির লাইসেন্স না থাকায় শিক্ষার্থীরা গাড়িটিকে আটক করেছে। তবে শিক্ষার্থীরা যে দাবি করেছে লাইসেন্স না দেখিয়ে শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে এটা আসলে সঠিক নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।’ 

বরাবরের মতো রাস্তা বন্ধ করে আন্দোলন করলেও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি পরিবহন চলাচলে সহযোগিতা করছে ছাত্ররা। হাফ ভাড়া দেওয়ার শর্তে মানা অনেক গণপরিবহনও ছাড়তে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত