নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শাহজাহানপুর সন্ত্রাসীদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু মারা গেছেন। একই ঘটনায় রাজধানীর বদরুন্নেছা কলেজের শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি নামে এক রিকশা আরোহীও মারা গেছেন।
আজ বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এএসআই জানান, গুলিতে এক নারীসহ দুজন মারা গেছেন। ঘটনার সময় নিহত নারী রিকশায় ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন টিপুর গাড়ির চালক মনির হোসেন মুন্না। গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত টিপুর স্ত্রী ফারহানা আক্তার ডলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর এবং মহিলা আওয়ামী লীগের নেত্রী। তিনি যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। পরে মামলা থেকে অব্যাহতি পান।
মুন্না হাসপাতালে সাংবাদিকদের জানান, মতিঝিলের এজিবি কলোনি থেকে তার মালিক টিপুকে শাহজানপুরের বাগিচা এলাকার বাসায় যাচ্ছিলেন। আমতলা মসজিদ এলাকায় পৌঁছার পরে যানজটে গাড়ি দাঁড়িয়ে ছিল। এ সময় মুখোশ পরা এক ব্যক্তি তাঁদের গাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। পরে হাসপাতালে টিপু মারা যান। গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এদিকে নিহত সামিয়া আফরান প্রীতির বান্ধবী সুমাইয়া জানান, ঘটনার সময় তারা শাজাহানপুর আমতলা এলাকায় রিকশায় ছিলেন। তখন হঠাৎ কোথা থেকে গুলি এসে প্রীতির গায়ে লাগে। পরে তিনি হাসপাতালে মারা যান।
এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের পুলিশের উপকমিশনার (ডিসি) আবদুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, গাড়িটি যানজটে পড়েছিল বলে জানা গেছে। রাস্তার বিপরীত দিকে থেকে মোটরসাইকেলে আসা অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত টিপুর গাড়ির জানালা দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা পালিয়ে যায়। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি।
রাজধানীর শাহজাহানপুর সন্ত্রাসীদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু মারা গেছেন। একই ঘটনায় রাজধানীর বদরুন্নেছা কলেজের শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি নামে এক রিকশা আরোহীও মারা গেছেন।
আজ বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এএসআই জানান, গুলিতে এক নারীসহ দুজন মারা গেছেন। ঘটনার সময় নিহত নারী রিকশায় ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন টিপুর গাড়ির চালক মনির হোসেন মুন্না। গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত টিপুর স্ত্রী ফারহানা আক্তার ডলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর এবং মহিলা আওয়ামী লীগের নেত্রী। তিনি যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। পরে মামলা থেকে অব্যাহতি পান।
মুন্না হাসপাতালে সাংবাদিকদের জানান, মতিঝিলের এজিবি কলোনি থেকে তার মালিক টিপুকে শাহজানপুরের বাগিচা এলাকার বাসায় যাচ্ছিলেন। আমতলা মসজিদ এলাকায় পৌঁছার পরে যানজটে গাড়ি দাঁড়িয়ে ছিল। এ সময় মুখোশ পরা এক ব্যক্তি তাঁদের গাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। পরে হাসপাতালে টিপু মারা যান। গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এদিকে নিহত সামিয়া আফরান প্রীতির বান্ধবী সুমাইয়া জানান, ঘটনার সময় তারা শাজাহানপুর আমতলা এলাকায় রিকশায় ছিলেন। তখন হঠাৎ কোথা থেকে গুলি এসে প্রীতির গায়ে লাগে। পরে তিনি হাসপাতালে মারা যান।
এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের পুলিশের উপকমিশনার (ডিসি) আবদুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, গাড়িটি যানজটে পড়েছিল বলে জানা গেছে। রাস্তার বিপরীত দিকে থেকে মোটরসাইকেলে আসা অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত টিপুর গাড়ির জানালা দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা পালিয়ে যায়। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি।
মানিকগঞ্জের সিংগাইরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় অভিযুক্ত সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খানকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। তাঁকে পার্বত্য জেলা বান্দরবানে পাঠানো হয়েছে। বিষয়টি আজ শুক্রবার নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম
১ মিনিট আগেনিম্নচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদ–নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে অস্বাভাবিক জোয়ারে নদীর তীরবর্তী জনপদ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
১২ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে ডুবে মো. আনাস নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বাটনাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেরাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে। আর শারীরিক উন্নতি হওয়ায় আগামীকাল শনিবার বেশ কয়েকজনকে
২৮ মিনিট আগে