নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা স্বপদে বহালের দাবি জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার দুপুরে ‘বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাম’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অন্তর্বর্তী সরকারের কাছে অপসারিত ভাইস চেয়ারম্যানরা এ দাবি জানান।
এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকার ক্ষমতায় আসার ১০ দিনের মাথায় স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচিত সব উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অপসারণ করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর দেশে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও ভাইস চেয়ারম্যানরা নিয়মিত অফিস করেছেন। কারণ, ভাইস চেয়ারম্যানরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। তারপরও কেন তাঁদের অপসারণ করা হলো? শুধু তা-ই নয়, সিটি করপোরেশন ও পৌরসভার কাউন্সিলররা, জেলা পরিষদের সদস্যরা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা স্বপদে বহাল আছেন। সেখানে তাঁদের কেন স্বপদে বহাল থাকতে দেওয়া হলো না?
ভাইস চেয়ারম্যানরা আরও বলেন, বৈষম্যবিবোধী ছাত্র আন্দোলনে তাঁদের ভাই, বোন, সন্তান ও পরিবারের সদস্যরা অংশ নিয়েছেন। বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন করে নতুন স্বাধীনতা এসেছে। সেখানে আজ তারাই বৈষম্যের শিকার! মানসিক ও সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত তাঁরা।
এ সময় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী বলেন, ‘আমরা আইনি লড়াইয়ে যাব না। আমাদের বিশ্বাস, প্রধান উপদেষ্টা আমাদের দাবি মেনে নেবেন।’
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা স্বপদে বহালের দাবি জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার দুপুরে ‘বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাম’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অন্তর্বর্তী সরকারের কাছে অপসারিত ভাইস চেয়ারম্যানরা এ দাবি জানান।
এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকার ক্ষমতায় আসার ১০ দিনের মাথায় স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচিত সব উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অপসারণ করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর দেশে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও ভাইস চেয়ারম্যানরা নিয়মিত অফিস করেছেন। কারণ, ভাইস চেয়ারম্যানরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। তারপরও কেন তাঁদের অপসারণ করা হলো? শুধু তা-ই নয়, সিটি করপোরেশন ও পৌরসভার কাউন্সিলররা, জেলা পরিষদের সদস্যরা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা স্বপদে বহাল আছেন। সেখানে তাঁদের কেন স্বপদে বহাল থাকতে দেওয়া হলো না?
ভাইস চেয়ারম্যানরা আরও বলেন, বৈষম্যবিবোধী ছাত্র আন্দোলনে তাঁদের ভাই, বোন, সন্তান ও পরিবারের সদস্যরা অংশ নিয়েছেন। বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন করে নতুন স্বাধীনতা এসেছে। সেখানে আজ তারাই বৈষম্যের শিকার! মানসিক ও সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত তাঁরা।
এ সময় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী বলেন, ‘আমরা আইনি লড়াইয়ে যাব না। আমাদের বিশ্বাস, প্রধান উপদেষ্টা আমাদের দাবি মেনে নেবেন।’
নেত্রকোনার বারহাট্টায় ইউনুস নামে তিন বছর বয়সী এক শিশু বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেনোয়াখালী সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
৩৬ মিনিট আগেমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির দিন পিছিয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আগামী ৬ মে শুনানির দিন ধার্য করেছেন।
৪০ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ কর্মীদের জামিন করানোর অভিযোগে ভয়ভীতি ও হুমকির মুখে আত্মগোপনে রয়েছেন হাফিজুর রহমান নামে এক ছাত্রদল নেতা।
১ ঘণ্টা আগে