মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আরও ১০ জন যাত্রী আহত হন। এঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রিপন মিয়া (২২) নামের এক বাসযাত্রী মারা যান।
এ ঘটনায় আহতদের অধিকাংশের বাড়ি পিরোজপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ। এঁদের মধ্যে নূপুর রানী (৩১), শিব শংকর (৩০), মিরাজ (৩০), ইমরান (২৫), দুলাল (২৭), রাকিব ফরাজী (২০) ও মিল্টনকে (৩২) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
প্রত্যক্ষদর্শীরা ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেন হয়ে শিমুলিয়া ঘাটে যাচ্ছিল মেঘলা পরিবহনের যাত্রীবাহী বাসটি। বেলা সাড়ে ৮টার দিকে বাসটি বেজগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে চলন্ত অপর একটি সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তবে এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক-হেলপার সুস্থ রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসক।
এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ওসি আবজাল হোসেন আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে।
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আরও ১০ জন যাত্রী আহত হন। এঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রিপন মিয়া (২২) নামের এক বাসযাত্রী মারা যান।
এ ঘটনায় আহতদের অধিকাংশের বাড়ি পিরোজপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ। এঁদের মধ্যে নূপুর রানী (৩১), শিব শংকর (৩০), মিরাজ (৩০), ইমরান (২৫), দুলাল (২৭), রাকিব ফরাজী (২০) ও মিল্টনকে (৩২) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
প্রত্যক্ষদর্শীরা ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেন হয়ে শিমুলিয়া ঘাটে যাচ্ছিল মেঘলা পরিবহনের যাত্রীবাহী বাসটি। বেলা সাড়ে ৮টার দিকে বাসটি বেজগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে চলন্ত অপর একটি সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তবে এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক-হেলপার সুস্থ রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসক।
এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ওসি আবজাল হোসেন আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার দলীয় প্যাডে এক বিবৃতিতে এই বহিষ্কারাদেশ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
২ মিনিট আগেরাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
৬ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রাম উপজেলা টানা ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারেনি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
১৬ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে হাসান গাজী (১৮) নামে মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন মা-বাবা। আজ মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে