শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ‘হিল্লা বিয়ে’ দিয়ে মসজিদের ভেতরে এক নারীর সঙ্গে এক মাদ্রাসা শিক্ষককে শারীরিক সম্পর্কের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইমামের বিরুদ্ধে। এই ঘটনায় গত শনিবার ওই ইমামকে বরখাস্ত করেছে মসজিদ কর্তৃপক্ষ।
বরখাস্ত হওয়া ইমাম হলেন কফিল উদ্দিন। তিনি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি পশ্চিম পাড়া আরফান আলী শাহী জামে মসজিদে ইমামতি করতেন। শারীরিক সম্পর্ক করার অভিযোগ ওঠা ব্যক্তি হলেন ইসমত আলী আশেকী, তিনি উপজেলার টেংরা মধ্যপাড়া এলাকার একটি কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেন।
স্থানীয়রা জানান, মসজিদের ভেতর শারীরিক সম্পর্ক করার বিষয় জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকে বিরূপ মন্তব্য করতে থাকেন। মসজিদের ইমাম কফিল উদ্দিনকে বরখাস্তের উদ্যোগ নেন মুসল্লিরা। গত শনিবার বিকেলে তাঁকে বরখাস্ত করে মসজিদ কমিটি।
ইমামকে বরখাস্তের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন টেপিরবাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহী জামে মসজিদের সভাপতি আলফাজ উদ্দিন স্বপন। তিনি বলেন, গত শনিবার এক নারী কয়েকজন সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে মসজিদে এসে অভিযোগ করেন। ওই নারী আমাদেরকে জানান, স্বামীর সঙ্গে ওই নারীর ছাড়াছাড়ি হয়ে যায়। তাঁরা আবারও বিয়ে করতে চাইলে ওই নারী মাদ্রাসা শিক্ষক ইসমত আলীর কাছে আসেন। ইসমত আলী আরও পরামর্শ নেওয়ার জন্য মসজিদের ইমাম কফিল উদ্দিনের কাছে নিয়ে আসেন।
কফিল উদ্দিন ওই নারীকে ইসমত আলীর সঙ্গে ‘হিল্লা বিয়ে’ দিয়ে দেন। এরপর ইমামের পাহারায় মসজিদের ভেতরে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে মসজিদের সভাপতির কাছে অভিযোগ করেন ওই নারী।
মসজিদ সভাপতি আলফাজ উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ইমামকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি সত্য মিথ্যা যাচাই-বাছাইয়ের পর মুসল্লিদের সঙ্গে নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করেও ইমাম কফিল উদ্দিন ও মাদ্রাসা শিক্ষক ইসমত আলী আশেকীর বক্তব্য পাওয়া যায়নি।
প্রচলিত ধারণা অনুযায়ী হিল্লা বিয়ে বলতে বোঝায়, স্ত্রীকে তালাক দেওয়ার পর কোনো স্বামী যদি ওই স্ত্রীকে নিয়ে আবারও সংসার করতে চান, তাহলে তালাক দেওয়া স্ত্রীকে আগে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিতে হবে। পরে আগের স্বামী যদি রাজি থাকেন, তবেই পুনরায় ওই স্ত্রীকে গ্রহণ করতে পারবেন তিনি।
গাজীপুরের শ্রীপুরে ‘হিল্লা বিয়ে’ দিয়ে মসজিদের ভেতরে এক নারীর সঙ্গে এক মাদ্রাসা শিক্ষককে শারীরিক সম্পর্কের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইমামের বিরুদ্ধে। এই ঘটনায় গত শনিবার ওই ইমামকে বরখাস্ত করেছে মসজিদ কর্তৃপক্ষ।
বরখাস্ত হওয়া ইমাম হলেন কফিল উদ্দিন। তিনি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি পশ্চিম পাড়া আরফান আলী শাহী জামে মসজিদে ইমামতি করতেন। শারীরিক সম্পর্ক করার অভিযোগ ওঠা ব্যক্তি হলেন ইসমত আলী আশেকী, তিনি উপজেলার টেংরা মধ্যপাড়া এলাকার একটি কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেন।
স্থানীয়রা জানান, মসজিদের ভেতর শারীরিক সম্পর্ক করার বিষয় জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকে বিরূপ মন্তব্য করতে থাকেন। মসজিদের ইমাম কফিল উদ্দিনকে বরখাস্তের উদ্যোগ নেন মুসল্লিরা। গত শনিবার বিকেলে তাঁকে বরখাস্ত করে মসজিদ কমিটি।
ইমামকে বরখাস্তের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন টেপিরবাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহী জামে মসজিদের সভাপতি আলফাজ উদ্দিন স্বপন। তিনি বলেন, গত শনিবার এক নারী কয়েকজন সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে মসজিদে এসে অভিযোগ করেন। ওই নারী আমাদেরকে জানান, স্বামীর সঙ্গে ওই নারীর ছাড়াছাড়ি হয়ে যায়। তাঁরা আবারও বিয়ে করতে চাইলে ওই নারী মাদ্রাসা শিক্ষক ইসমত আলীর কাছে আসেন। ইসমত আলী আরও পরামর্শ নেওয়ার জন্য মসজিদের ইমাম কফিল উদ্দিনের কাছে নিয়ে আসেন।
কফিল উদ্দিন ওই নারীকে ইসমত আলীর সঙ্গে ‘হিল্লা বিয়ে’ দিয়ে দেন। এরপর ইমামের পাহারায় মসজিদের ভেতরে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে মসজিদের সভাপতির কাছে অভিযোগ করেন ওই নারী।
মসজিদ সভাপতি আলফাজ উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ইমামকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি সত্য মিথ্যা যাচাই-বাছাইয়ের পর মুসল্লিদের সঙ্গে নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করেও ইমাম কফিল উদ্দিন ও মাদ্রাসা শিক্ষক ইসমত আলী আশেকীর বক্তব্য পাওয়া যায়নি।
প্রচলিত ধারণা অনুযায়ী হিল্লা বিয়ে বলতে বোঝায়, স্ত্রীকে তালাক দেওয়ার পর কোনো স্বামী যদি ওই স্ত্রীকে নিয়ে আবারও সংসার করতে চান, তাহলে তালাক দেওয়া স্ত্রীকে আগে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিতে হবে। পরে আগের স্বামী যদি রাজি থাকেন, তবেই পুনরায় ওই স্ত্রীকে গ্রহণ করতে পারবেন তিনি।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৭ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৭ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৭ ঘণ্টা আগে