নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পর্নোগ্রাফির মামলায় বাদীর সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার রাতে আসামির সাবেক স্ত্রী বাদী হয়ে পর্নোগ্রাফির আইনে থানায় মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তার ইউসুফ আলী (৪০) আড়াইহাজার উপজেলার চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বাদীর দায়ের করা মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, আসামি ও ভিকটিম ২০১৩ সালে বিয়ে করেন। তাদের নয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। চার বছর আগে ইউসুফ আলী বিদেশে যাওয়ার পর স্ত্রী ও সন্তানের ভরণপোষণ দিতেন না। একপর্যায়ে স্ত্রী বিবাহ বিচ্ছেদ করে নিজের বাবার বাড়ি চলে আসেন। অন্যদিকে তালাকের নোটিশ পাওয়ার পর থেকে বিভিন্নভাবে হুমকি–ধামকি দিয়ে আসছিল ইউসুফ। সম্প্রতি তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পর্নোগ্রাফির মামলায় বাদীর সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার রাতে আসামির সাবেক স্ত্রী বাদী হয়ে পর্নোগ্রাফির আইনে থানায় মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তার ইউসুফ আলী (৪০) আড়াইহাজার উপজেলার চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বাদীর দায়ের করা মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, আসামি ও ভিকটিম ২০১৩ সালে বিয়ে করেন। তাদের নয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। চার বছর আগে ইউসুফ আলী বিদেশে যাওয়ার পর স্ত্রী ও সন্তানের ভরণপোষণ দিতেন না। একপর্যায়ে স্ত্রী বিবাহ বিচ্ছেদ করে নিজের বাবার বাড়ি চলে আসেন। অন্যদিকে তালাকের নোটিশ পাওয়ার পর থেকে বিভিন্নভাবে হুমকি–ধামকি দিয়ে আসছিল ইউসুফ। সম্প্রতি তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
এক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
১২ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
১৫ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
২১ মিনিট আগেরাজশাহীর চারঘাটে চোলাই মদপানে দুজনের মৃত্যুর পর ওই এলাকায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ১ হাজার ৪২০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২২ মিনিট আগে