Ajker Patrika

অবৈধ ব্যাটারিচালিত ইজিবাইকে অতিষ্ঠ জনসাধারণ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১০: ৩৩
অবৈধ ব্যাটারিচালিত ইজিবাইকে অতিষ্ঠ জনসাধারণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইকের যানজটে নাকাল সিদ্ধিরগঞ্জবাসী। যেখান-সেখানে ইচ্ছে হলেই অঘোষিত স্ট্যান্ড বানিয়ে যাত্রী ওঠানামা করায় মূল সড়কগুলোতে যানজট লেগে থাকে। পাড়া-মহল্লা, অলিগলিতে এসব যানবাহনের বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ঘটনাও। 

যাতায়াতের ক্ষেত্রে সুবিধা থাকায় ব্যাটারিচালিত অবৈধ এসব যানবাহনের সংখ্যা বেড়ে গেছে। এখন ইজিবাইকগুলো জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব ইজিবাইক বন্ধে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করলেও আঞ্চলিক সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এসব ইজিবাইক। 

সরেজমিনে গিয়ে দেখা যায় চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ পুল, পাওয়ার হাউস, আদমজী ইপিজেড, আদমজীনগর সোনামিয়া মার্কেট, গোদনাইল স্ট্যান্ডসহ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ এসব ইজিবাইকের কারণে যানজট লেগেই আছে। এসব ইজিবাইকের বেপরোয়া গতিতে প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে। 

সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার স্থানীয় বাসিন্দা সুজন বলেন, ‘আমাদের এলাকায় মানুষের তুলনায় ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইকের সংখ্যাই বেশি হবে। রাস্তায় বের হলে আতঙ্কে থাকি কখন যে দুর্ঘটনার শিকার হই।’ 

আদমজীনগর ইপিজেডের নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার বলেন, ‘আগে যখন ব্যাটারিচালিত ইজিবাইক ছিল না, তখন আমরা শান্তিতে বসে বাদাম বিক্রি করতে পারতাম। এখন দাঁড়ানোর মতো জায়গা পাই না বাদাম বিক্রির জন্য।’ 

মিজমিজি তালতলা ক্লাব এলাকার বাসিন্দা উজ্জ্বল বলেন, ‘আমাদের এলাকায় যখন থেকে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল শুরু করেছিল, তখন ভেবেছিলাম আমাদের চলাচলে অনেক সুবিধা হবে। এখন দেখি হিতে বিপরীত হয়েছে। ইজিবাইকের সংখ্যা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় যানজটের পাশাপাশি প্রচুর পরিমাণে শব্দদূষণ হচ্ছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন বলেন, ‘আমি বর্তমানে অনেক অসুস্থ। পরে কথা বলব।’ 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেন, ‘অবৈধ ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধ করা আমাদের কাজ না। এটা ট্রাফিক পুলিশের কাজ।’ 

জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) আব্দুল করিম শেখ জানান, ‘অবৈধ ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। ভবিষ্যতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এই সমস্যা দূর করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা বেশি জরুরি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত