Ajker Patrika

লৌহজংয়ে পদ্মা থেকে কাফনে মোড়ানো মরদেহ উদ্ধার

প্রতিনিধি, লৌহজং (মুন্সিগঞ্জ)
লৌহজংয়ে পদ্মা থেকে কাফনে মোড়ানো মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদী থেকে কাফন পরানো একটি মরদেহ উদ্ধার করেছে মাওয়া নৌ পলিশ ফাঁড়ি। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ হলদিয়া সংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। কাফনের কাপড়ে মোড়ানো মরদেহটির প্রাথমিক সুরতহালে ধারণা করা হচ্ছে, মরদেহটি কোনো বয়স্ক পুরুষের, আনুমানিক বয়স ৭০ বছর। শরীরের মাংস খসে পড়ে অনেকটা কঙ্কালে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, বেশ কিছু দিনের পুরোনো এ মরদেহ পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত কোনো কবর থেকে ভেসে এসেছে। মরদেহটি নৌ পুলিশ বুঝে নিয়েছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির আই সি জেএম সিরাজুল কবির জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহটি কঙ্কালপ্রায় হলেও গালে দাড়ি স্পষ্ট। বয়স আনুমানিক ৭০ বছর। নৌ পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত