নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাশকতার অভিযোগে ১০ বছর আগে রাজধানীর বংশাল থানায় দায়ের করা মামলায় মোহন মোল্লা নামে স্থানীয় এক বিএনপি নেতাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় বিএনপির ৪৮ নেতা-কর্মীকে খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এই রায় দেন।
সাজাপ্রাপ্ত মোহন মোল্লা পলাতক রয়েছেন। তিনি গ্রেপ্তার হওয়ার পর বা আদালতে আত্মসমর্পণের পর এই রায় কার্যকর করা হবে। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারসহ সাজা পরোয়ানা জারি করেছেন।
যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার ও তাঁর ভাই ইয়াকুব সরকারসহ বিএনপির ৪৮ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আদালত রায়ে বলেছেন, এই ৪৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
রায় ঘোষণার আগে ইয়াকুব সরকারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর আসামিরা অনুপস্থিত ছিলেন। ইয়াকুব সরকারের বিরুদ্ধে অন্য কোনো মামলায় প্রয়োজন না হলে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শিশির হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৩ সালের ৫ নভেম্বর বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল-সমাবেশ করেন। তাঁরা যানবাহন ভাঙচুর করে পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করেন এবং পুলিশকে মারধর করেন। এই অভিযোগে বংশাল থানায় ঘটনার দিনে মামলাটি করা হয়।
মামলাটি তদন্ত শেষে ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার বিচার চলাকালে তিন জন মারা যান।
নাশকতার অভিযোগে ১০ বছর আগে রাজধানীর বংশাল থানায় দায়ের করা মামলায় মোহন মোল্লা নামে স্থানীয় এক বিএনপি নেতাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় বিএনপির ৪৮ নেতা-কর্মীকে খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এই রায় দেন।
সাজাপ্রাপ্ত মোহন মোল্লা পলাতক রয়েছেন। তিনি গ্রেপ্তার হওয়ার পর বা আদালতে আত্মসমর্পণের পর এই রায় কার্যকর করা হবে। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারসহ সাজা পরোয়ানা জারি করেছেন।
যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার ও তাঁর ভাই ইয়াকুব সরকারসহ বিএনপির ৪৮ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আদালত রায়ে বলেছেন, এই ৪৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
রায় ঘোষণার আগে ইয়াকুব সরকারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর আসামিরা অনুপস্থিত ছিলেন। ইয়াকুব সরকারের বিরুদ্ধে অন্য কোনো মামলায় প্রয়োজন না হলে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শিশির হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৩ সালের ৫ নভেম্বর বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল-সমাবেশ করেন। তাঁরা যানবাহন ভাঙচুর করে পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করেন এবং পুলিশকে মারধর করেন। এই অভিযোগে বংশাল থানায় ঘটনার দিনে মামলাটি করা হয়।
মামলাটি তদন্ত শেষে ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার বিচার চলাকালে তিন জন মারা যান।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। ফেসবুকে ঢুকলেই ওই দুর্ঘটনার মন খারাপ করা ছবি ও ভিডিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় ‘এসএসসি ০৫-এইচএসসি ০৭’ গ্রুপের একটি পোস্টে।
৩ ঘণ্টা আগেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
৪ ঘণ্টা আগেশিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী। যুদ্ধবিমানটি যখন তাঁর প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়, তখনো তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। কিন্তু বিপদের মুখেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের সন্তানের মতো ছাত্রছাত্রীদের বাঁচাতে।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কোলাহল নেই। বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের বিকট শব্দে থেমে গেছে সেই কোলাহল। থামেনি সন্তান বা স্বজনহারাদের বুকফাটা কান্না, মাতম। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে আহত ও দগ্ধরা।
৪ ঘণ্টা আগে