Ajker Patrika

প্রতিপক্ষকে ছুরি মারতে যাওয়া বন্ধুকে বাধা দিতে গিয়ে যুবক নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে সালিস বৈঠকে প্রতিপক্ষকে ছুরি মারতে যাওয়া বন্ধুকে বাধা দিতে গিয়ে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (২৪)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুরে এক বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল গতকাল রোববার বিকেলে বন্ধু ওমর ফারুকের সঙ্গে তাঁর পারিবারিক কলহ সমাধান করতে একটি সালিসে যোগ দেন। সেখানে একপর্যায়ে প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়ান ওমর। পরে তিনি ছুরি দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করতে গেলে আরিফুল বাধা দিতে গিয়ে ছুরিকাহত হন।

আশপাশের লোকজন পরে আরিফুলকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাঁকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক আতিকুর বলেন, ‘আরিফুলের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

পদের অতিরিক্ত কর্মকর্তা, তবু দায়িত্বের বোঝা

রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন লুব্রিকেন্টস: ১৬ দিনে শেয়ারদর বেড়েছে ৯৩ শতাংশ, কারসাজি সন্দেহে তদন্তের নির্দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত