Ajker Patrika

দ্বৈত নাগরিক রুহুল আমিনের প্রার্থিতা বাতিলের নির্দেশ হাইকোর্টের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২১: ৩৩
দ্বৈত নাগরিক রুহুল আমিনের প্রার্থিতা বাতিলের নির্দেশ হাইকোর্টের 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোয়াখালী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী খন্দকার রুহুল আমিনের প্রার্থিতা বাতিল করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ওই এলাকার ভোটার শফিকুর রহমানের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের তথ্য গোপন করে নোয়াখালী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হন খন্দকার রুহুল আমিন। তাঁকে প্রতীকও বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল চেয়ে ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে আবেদন করেন শফিক। তাতে সাড়া না পেয়ে ২০ ডিসেম্বর রিট করেন তিনি।

রিটের পরিপ্রেক্ষিতে বিষয়টি যাচাই করে প্রতিবেদন দিতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন হাইকোর্ট। আজ বুধবার দুই সংস্থার প্রতিবেদনে খন্দকার রুহুল আমিনের দ্বৈত নাগরিকত্বের প্রমাণ মেলে। তাই তাঁর প্রার্থিতা বাতিলে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন হাইকোর্ট। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান ও ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান। সঙ্গে ছিলেন আজহার উল্লাহ ভূঁইয়া।

এদিকে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ রিটটি খারিজ করে দেন। এর আগে হলফনামায় দুদকের মামলায় সাজা খাটার তথ্য উল্লেখ না করায় ওই আসনের ভোটার নাসরিন খানম এই রিট দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন সৈয়দ মামুন মাহবুব।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ব্যারিস্টার শাহজাহান ওমর দুর্নীতি দমন কমিশনের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত হয়েছিলেন। তবে তিনি আপিল করলে হাইকোর্ট থেকে খালাস পান। এর বিরুদ্ধে দুদক আপিল করলেও খালাসের রায় স্থগিত হয়নি। এই বিষয়টি গোপন করা হয়েছে মর্মে তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল।

নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ চেম্বারে খারিজ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজের বিরুদ্ধে চেম্বার আদালতে করা আবেদনও খারিজ করা হয়েছে। আজ বুধবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এর আগে আইনজীবী ইউনূছ আলী আকন্দের করা ওই রিট গত ২৯ নভেম্বর খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি চেম্বার আদালতে আবেদন করেন।

নির্বাচন কমিশনের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ আজকের পত্রিকাকে বলেন, চেম্বার আদালত ইউনূছ আলীর আবেদন খারিজ করে দিয়েছেন। সেই সঙ্গে তাঁকে রায়সহ নিয়মিত আপিল করতে বলেছেন। এর ফলে হাইকোর্টের আদেশই বহাল থাকল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বনশ্রীতে নারীকে হেনস্তা–মারধরের অভিযোগ, গ্রেপ্তার ৩

ট্রাম্পের শুল্কে ৫ বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ট্রাম্প আরোপিত শুল্কের সুযোগ নিয়ে মার্কিন তৈরি পোশাকের বাজারে বাংলাদেশকে হটাতে চায় ভারত

ছুটি চাওয়ায় বান্দরবানে বদলির হুমকি, কারারক্ষীর ঝুলন্ত লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত