শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
যমুনায় প্রবল স্রোত ও নাব্যসংকটে মানিকগঞ্জে আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আরিচার ৩ ও ২ নম্বর ঘাটে ফেরিতে যানবাহন লোড-আনলোড বন্ধ থাকে। ফলে ঘাট পার হতে আসা যানবাহন বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।
এ ছাড়া ফেরিঘাটের দক্ষিণে আরিচা লঞ্চঘাট ঝুঁকিপূর্ণ হওয়ায় পন্টুনযোগে যাত্রী ওঠানামা বন্ধ রয়েছে। এতে আরিচা-কাজীরহাটের মধ্যে লঞ্চ চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক ম্যানেজার মোহাম্মদ আব্দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, আরিচা ঘাট বরাবর বেসিং পয়েন্টে ড্রেজিং চলমান থাকলেও মূল চ্যানেলে নাব্যতা ঠিক না থাকায় শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল করা সম্ভব হচ্ছে না। এর সঙ্গে বৈরী আবহাওয়া ও যমুনায় প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল মারাত্মক বিঘ্নিত হয়।
তিনি বলেন, আরিচা ঘাটের দুটি মাত্র পন্টুন সরিয়ে রাখা হয়েছে। তবে, সুফিয়া কামাল বেগম রোকেয়া ও কুঞ্জলতা নামে কম ধারণক্ষমতার ফেরিগুলো চলানোর চেষ্টা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রোরো ফেরির এক চালক বলেন, লোডকৃত ফেরি চলাচলের জন্য মূল চ্যানেল কম হলেও ৮-৯ ফুট নাব্যতা প্রয়োজন। বর্তমানে সেখানে পাঁচ থেকে ছয় ফুট গভীরতা রয়েছে। যে কারণে ফেরি চলাচল বন্ধ রাখা রয়েছে।
আরিচা ঘাটে অপেক্ষমাণ ট্রাকচালক বাদশা মিয়া বলেন, ‘সকাল থেকে ফেরির অপেক্ষায় আছি। কখন চালু হবে জানি না।’
বিআইডব্লিউটিএ ড্রেজিং ইউনিটের সহকারী প্রকৌশলী আক্কাস আলী আজকের পত্রিকাকে বলেন, যমুনায় ফেরি-লঞ্চসহ অন্যান্য ভারী নৌযান চলাচল স্বাভাবিক রাখতে ঘাট এলাকায় পাঁচটি ড্রেজার পলি অপসারণের কাজ করছে। প্রবল স্রোতের কারণে ড্রেজিং করা চ্যানেল পুনরায় ভরাট হচ্ছে। শুষ্ক মৌসুমে ১০ ফুট নাব্যতা থাকে এমন লক্ষ্যমাত্রায় ড্রেজিং করা হচ্ছে।
এদিকে আরিচা ফেরিঘাটের একটি সূত্র জানায়, পাবনার কাজীরহাট থেকে অল্পসংখ্যক যানবাহন নিয়ে ছোট আকারের একটি ফেরি পরীক্ষামূলক মানিকগঞ্জের আরিচা ঘাটের উদ্দেশে রওনা হয়েছে। সেটি আসার পর অন্য ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে।
যমুনায় প্রবল স্রোত ও নাব্যসংকটে মানিকগঞ্জে আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আরিচার ৩ ও ২ নম্বর ঘাটে ফেরিতে যানবাহন লোড-আনলোড বন্ধ থাকে। ফলে ঘাট পার হতে আসা যানবাহন বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।
এ ছাড়া ফেরিঘাটের দক্ষিণে আরিচা লঞ্চঘাট ঝুঁকিপূর্ণ হওয়ায় পন্টুনযোগে যাত্রী ওঠানামা বন্ধ রয়েছে। এতে আরিচা-কাজীরহাটের মধ্যে লঞ্চ চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক ম্যানেজার মোহাম্মদ আব্দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, আরিচা ঘাট বরাবর বেসিং পয়েন্টে ড্রেজিং চলমান থাকলেও মূল চ্যানেলে নাব্যতা ঠিক না থাকায় শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল করা সম্ভব হচ্ছে না। এর সঙ্গে বৈরী আবহাওয়া ও যমুনায় প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল মারাত্মক বিঘ্নিত হয়।
তিনি বলেন, আরিচা ঘাটের দুটি মাত্র পন্টুন সরিয়ে রাখা হয়েছে। তবে, সুফিয়া কামাল বেগম রোকেয়া ও কুঞ্জলতা নামে কম ধারণক্ষমতার ফেরিগুলো চলানোর চেষ্টা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রোরো ফেরির এক চালক বলেন, লোডকৃত ফেরি চলাচলের জন্য মূল চ্যানেল কম হলেও ৮-৯ ফুট নাব্যতা প্রয়োজন। বর্তমানে সেখানে পাঁচ থেকে ছয় ফুট গভীরতা রয়েছে। যে কারণে ফেরি চলাচল বন্ধ রাখা রয়েছে।
আরিচা ঘাটে অপেক্ষমাণ ট্রাকচালক বাদশা মিয়া বলেন, ‘সকাল থেকে ফেরির অপেক্ষায় আছি। কখন চালু হবে জানি না।’
বিআইডব্লিউটিএ ড্রেজিং ইউনিটের সহকারী প্রকৌশলী আক্কাস আলী আজকের পত্রিকাকে বলেন, যমুনায় ফেরি-লঞ্চসহ অন্যান্য ভারী নৌযান চলাচল স্বাভাবিক রাখতে ঘাট এলাকায় পাঁচটি ড্রেজার পলি অপসারণের কাজ করছে। প্রবল স্রোতের কারণে ড্রেজিং করা চ্যানেল পুনরায় ভরাট হচ্ছে। শুষ্ক মৌসুমে ১০ ফুট নাব্যতা থাকে এমন লক্ষ্যমাত্রায় ড্রেজিং করা হচ্ছে।
এদিকে আরিচা ফেরিঘাটের একটি সূত্র জানায়, পাবনার কাজীরহাট থেকে অল্পসংখ্যক যানবাহন নিয়ে ছোট আকারের একটি ফেরি পরীক্ষামূলক মানিকগঞ্জের আরিচা ঘাটের উদ্দেশে রওনা হয়েছে। সেটি আসার পর অন্য ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা ও গৃহকর্তাদের ভাষ্য, ২০ থেকে ২৫ জনের মুখোশ পরা এবং অস্ত্রধারী ডাকাতদল প্রথমে লতিফ মোল্লার বাড়িতে ঢুকে ১ লাখ ১০ হাজার টাকা, আট আনি স্বর্ণের একটি আংটি, একটি জোড়া কানের দুল, ১০ আনি স্বর্ণের একটি চেইন এবং দুটি মোবাইল লুট করে।
১৩ মিনিট আগেভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১৯ জুলাই) সকালে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
১৯ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটায় এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর থানায় অভিযোগ না করে এলাকার প্রভাবশালী বিএনপি নেতা ও তার অনুসারীদের তত্ত্বাবধানে সালিশে বিষয়টি ১০ বেত্রাঘাত, চড়-থাপ্পড় ও ৩ লাখ টাকার বিনিময়ে রফাদফা করা হয়েছে বলেও অভিযোগ উ
৩৫ মিনিট আগেঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় উপজেলা জামায়াতের আমিরসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে